
রবিবার ০৪ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: দু' বছর আগেই ছড়িয়েছিল প্রতারণার জাল। দক্ষিণের টাকা চলে গিয়েছিল উত্তরে। তরুণের স্বপ্নের ট্যাবের টাকা পোলবার ইউকো ব্যাঙ্কের পরিবর্তে জমা পড়েছিল উত্তর দিনাজ পুরের এসবি আই ব্যাঙ্কের অ্যাকাউন্টে। অভিযোগ জানানো হয়েছিল থানায়। তদন্ত হয়নি। গত ২০২২ সালের ঘটনা। পোলবার শরৎচন্দ্র মেমোরিয়াল এইচ এস ইন্সটিটিউটশন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র নীলাভ্র হালদার টাকা পায়নি। ক্লাসে ৬৮ জন পড়ুয়ার মধ্যে একমাত্র তাঁরই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।
নীলাভ্র বর্তমানে পোলবা কলেজে ইংরেজি অনার্সের ছাত্র। ট্যাবের টাকাটা পেলে তাঁর খুব কাজে লাগত বলে জানান ওই ছাত্র। কারণ এখনও তাঁর অনলাইন ক্লাস করতে বেশ সমস্যা হয়। ছাত্রের বাবা তাপস হালদার জানান, বঞ্চিত একমাত্র তাঁর ছেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তরুণের স্বপ্ন পূরণে প্রকল্প। সবাই পেল অথচ তাঁর ছেলে পেল না। বিষয়টি জানতে পেরে স্কুলে জানান বাবা। স্কুল থেকে তখন পোলবা থানায় একটা এফআইআর করা হয়। সাইবার ক্রাইম থানা থেকে একটা চিঠি তাঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় উত্তরবঙ্গে একটা একাউন্টে টাকা চলে গেছে। সেই টাকা আজ পর্যন্ত ফিরে আসেনি। তাপস বাবু আরও বলেছেন, আগে হয়তো একটা দুটো হয়েছিল। এখন তিনি দেখছেন এরকম ঘটনা অনেক ঘটেছে। এখন যাঁদের টাকা প্রতারণা হয়েছে তাদের টাকা ফিরিয়ে দিচ্ছে সরকার। সেটা যদি হয় তাহলে তাঁর ছেলেরও তো টাকা ফিরে পাওয়া উচিত। ছেলের ইউকো ব্যাঙ্কে টাকা ঢোকার কথা ছিল পোলবা ব্রাঞ্চে। কীভাবে সেই টাকা চলে গেল উত্তর দিনাজপুরের এসবিআই ব্যাঙ্কে? স্কুল জানিয়েছে অ্যাকাউন্ট নাম্বারে কোনও অসুবিধা ছিল না। তাহলে এটা কেন হল? ট্রেজারি থেকে তো টাকা ছাড়া হয়েছিল ছেলের নামে, তাহলে সেই টাকা সে পাবে না কেন?
পোলবা শরৎচন্দ্র এইচএস ইন্সটিটিউটশনের টিচার ইনচার্জ শিখা বাগ বলেছেন, তাঁর স্কুলে সেই সময় একাদশ শ্রেণিতে ৬৮ জন পড়ুয়া ছিল। তার মধ্যে ৬৭ জন টাকা পেয়েছিল। শুধু নীলাভ্র পায়নি। এবছর ৯২ জন টাকা পেয়েছে। নীলাভ্রর বিষয়টি জানার পর ডিআই অফিসে গিয়ে তিনি জানতে পারেন এরকম ভাবেই আরও অনেক স্কুলের বেশ কয়েকজনের টাকা গায়েব হয়ে গেছে। তখন বিষয়টা বুঝতে পারা যায়নি কীভাবে টাকা অন্য জায়গায় যাচ্ছে? খতিয়ে দেখা হয়েছে তাঁদের তরফে কোনও ভুল হয়েছে কিনা। বারবার সেটাই জানার চেষ্টা করা হচ্ছিল। এখন বিষয় পরিষ্কার হয়েছে। দেখা যাচ্ছে এমন ঘটনা অনেক হয়েছে।
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী