
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সোনার দাম ফের খানিকটা বাড়ল। বৃহস্পতিবার সোনার দাম একটু কমেছিল। লক্ষ্মীবারে চুটিয়ে সোনা কিনেছিলেন অনেকে। কিন্তু ৮ নভেম্বর সোনার দাম ফের কিছুটা বাড়ল। সোনা কিনতে আজ কত বেশি খরচ হবে?
আসছে বিয়ের মরসুম। যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
কলকাতায় ৮ নভেম্বর ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৭,৭২৮ টাকা। আর ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম সোনার দাম ৭,৩৪৫ টাকা। আর বেচতে গেলে দাম পড়বে ৭,০৩০ টাকা। এদিকে ১৮ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৬,০৬০ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ৯২,৪৬৬ টাকা। অবশ্য এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
প্রসঙ্গত, প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম বদলায়। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা