
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতে খুব শীঘ্রই নতুন নিয়ম চালু হতে চলেছে। এবার থেকে ব্যাঙ্ক খোলা থাকবে সপ্তাহে ৫ দিন করে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই হয়তো এই নিয়ম চালু হয়ে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্র্ক এবিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার পথে। যদি এই নিয়ম লাগু হয়ে যায় তবে প্রতিটি ব্যাঙ্ক সপ্তাহে শনিবার এবং রবিবার করে বন্ধ থাকবে।
বর্তমানে যেখানে রবিবারের পাশাপাশি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার করে ব্যাঙ্ক বন্ধ থাকে সেখানে এটি একটি বিরাট পরিবর্তন হতে চলেছে। ব্যাঙ্কে যারা কাজ করেন তারা যাতে কাজে আরও বেশি মনোযোগী হতে পারে সেজন্যেই এই ব্যবস্থা করা হচ্ছে বলেই খবর। ব্যাঙ্ককর্মীদের দীর্ঘদিন ধরে সপ্তাহে ৫ দিন করে কাজ করার দাবি জানিয়ে আসছিল। এবার সেই দাবি পূরণ হতে চলেছে।
তবে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রস্তাব রেখেছে প্রতিটি ব্যাঙ্ককর্মীদের কাছে। সপ্তাহে যদি দুদিন করে ছুটি থাকে তবে প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে সময় বেশি কাজ করতে হবে প্রতিটি ব্যাঙ্ককর্মীকে। বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলে সেখানে এবার থেকে সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল ৫ টা ৪০ পর্যন্ত ব্যাঙ্ককর্মীদের কাজ করতে হবে।
এবিষয়ে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে। প্রতিটি সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলিকেও একই নিয়ম মানতে হবে। ২০১৫ সাল থেকে ব্যাঙ্কের কর্মী ইউনিয়নগুলি এই দাবি জানিয়ে আসছিল। তবে এবার তাদের সেই দাবি পূরণ হওয়ার পথে। নতুন এই নিয়ম চালু হলে গ্রাহকদের যেমন সুবিধা হবে তেমনি ব্যাঙ্কের কর্মীরাও যথেষ্ট সুবিধা ভোগ করবেন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা