
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অনলাইনেও করা যাবে ফিক্সড ডিপোজিট। এর থেকে সুখের কথা আর কিছুই থাকতে পারে না। শুধু তাই নয়, সুদের হারও মিলবে ৯.৫ শতাংশ করে। কোথায় গেলে এমনটা পাবেন সেটাই ভাবছেন তো। মোবিকুইক সম্প্রতী এমনই একটি প্রকল্প শুরু করেছে। তারা নতুন ফিক্সড ডিপোজিট শুরু করেছে।
এখানে সুদের হার রয়েছে ৯.৫ শতাংশ করে। এদের সঙ্গে যুক্ত রয়েছে নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানি এবং স্মল ফিনান্স ব্যাঙ্ক। এখানে ফিক্সড ডিপোজিট করতে হলে নিজে গিয়ে কোনও কিছুই করতে হবে না। শুধু আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তাহলেই আপনার ফিক্সড ডিপোজিট করা হয়ে যাবে। এখানে যে হারে সুদ দেওয়া হচ্ছে তা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছে।
তবে একটা কথা সর্বদা মনে রাখবেন বিনিয়োগ করার আগে সম্পূর্ণ তথ্য পড়ে নিতে ভুলবেন না। ছোটো জায়গায় বিনিয়োগ করার একটা ঝুঁকি থেকেই যায়। তবে অনেক সময় মনে রাখবেন এই ছোটো প্রতিষ্ঠানগুলি কিন্তু বড় নামের থেকে অনেক বেশি সুদ দিয়ে থাকে। তাই বড়ো ব্যাঙ্কে বিনিয়োগ করতেই পারেন। তবে যদি ঝুঁকি নিয়ে ছোটো ব্যাঙ্কে বিনিয়োগ করেন তবে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি সুদের হার পেতে পারেন।
এই স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি কিন্তু আরবিআই অনুমোদিত হয়ে থাকে। তাই এখানে কিছুটা স্বস্তির খবর রয়েছে। এখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স থাকে। তবে বিনিয়োগ করার আগে অতি অবশ্যই সমস্ত তথ্য পড়ে নিতে ভুলবেন না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা