মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বাণিজ্য | টাকা হবে দ্বিগুন, জেনে নিন পোস্ট অফিসের এই প্রকল্পের হিসাব

Sumit | ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ৫৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে আপনি নিজের টাকা অতি সহজে বাড়িয়ে তুলতে পারেন। তার ওপর পোস্ট অফিস সবার একটি ভরসার জায়গা। ফলে এখানে টাকা রাখার আগে আপনি দ্বিতীয়বার কোনও চিন্তা করবেন না। 

 

পোস্ট অফিস এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনার টাকা দ্বিগুন হয়ে যাবে। ভাবছেন কোন প্রকল্পের কথা বলছি। এটি একটি অনেক পুরোনো একটি প্রকল্প। এর নাম কিষান বিকাশ পত্র যোজনা। গোটা ভারতে এই প্রকল্প চালু রয়েছে। 

 

আগে এই প্রকল্প শুধু কৃষকের জন্য করা হয়েছিল। কিন্তু এখন এটি সবার জন্য করা হয়েছে। এখানে টাকা রাখলে আপনার টাকা দ্বিগুন হয়ে যাবে। মূলত কৃষকের জন্য করা হলেও এটি এখন সবার জন্য রয়েছে। ১১৫ মাসের জন্য আপনার টাকা রাখতে হবে তাহলেই সেই টাকা দ্বিগুন হয়ে যাবে। 

 

১৮ বছর বয়স হলে এর সুবিধা ভোগ করা যাবে। যদি আপনি ১০ লক্ষ টাকা রাখেন তবে সেটা ২০ লক্ষ হয়ে যাবে। ২০ লক্ষ রাখলে ৪০ লক্ষ হবে। ৪০ লক্ষ রাখলে ৮০ লক্ষ হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই প্রকল্পের মধ্যে নিজের টাকা বিনিয়োগ করুন।


Post officeNew schemeDouble money

নানান খবর

সোশ্যাল মিডিয়া