
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালেই আচমকা ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। শুধু আন্তর্জাতিক নয় ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের গব্বর। এরপরেই বর্তমান প্রজন্ম থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন শিখরকে। সোশ্যাল মিডিয়ায় এক আবেগপূর্ণ ভিডিওর মাধ্যমে নিজের উজ্জ্বল কেরিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন ধাওয়ান। অবসরের ঘোষণার পর তাঁকে পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ডেয়া। লিখেছেন, ‘চমৎকার কেরিয়ারের জন্য অভিনন্দন শিখি পা’।
শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শিখরকে ক্রিকেটে তাঁর অবদানের জন্য অভিনন্দন জানিয়েছে। বিসিসিআইয়ের তরফে লেখা হয়েছে, ‘শিখর ধাওয়ান আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আমরা তাঁকে আগামী দিনের জন্য শুভকামনা জানাই’। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরও। তাঁর বিশ্বাস, শিখর আগামী দিনগুলিতে যাই করুন না কেন আনন্দ ছড়িয়ে দেবেন। বীরেন্দ্র সেহবাগ ফিরে গিয়েছেন পুরনো দিনে। মোহালিতে প্রথম ওপেনার হিসেবে অভিষেক হয়েছিল শিখর ধাওয়ানের।
সেহবাগ লিখেছেন, ‘যেদিন থেকে মোহালিতে আমার জায়গা নিয়েছিলেন তবে থেকে তোমাকে আর ফিরে তাকাতে হয়নি। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল’। ওপেনার হিসেবে বহু স্মরণীয় পারফরম্যান্স রয়েছে ধাওয়ানের। শতরান পূর্ণ তাঁর সেলিব্রেশন বরাবরই ভক্তদের কাছে জনপ্রিয়। ২০১৩ সাল থেকে রোহিত এবং ধাওয়ানের ওপেনিং পার্টনারশিপ বহু ম্যাচ জিতিয়েছে ভারতকে। বিরাট কোহলির সঙ্গে খেলেছেন ছোট থেকে। গত বছর আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন গব্বর। হঠাৎই অবসরের ঘোষণা করলেন তিনি। আচমকা হলেও তাঁকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা।
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ