
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেব মাহাত্ম্যই হোক বা মন্দিরে গচ্ছিত সম্পদ।তিরুপতি বালাজি মন্দিরের বিশেষত্ব সর্বজনবিদিত। মন্দিরে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। চুল, সোনা সহ বিভিন্ন বহুমূল্য দ্রব্য বিগ্রহকে নিবেদন করেন ভক্তরা। সম্প্রতী আরও এক বিশেষ কারণে খবরের শিরোনামে এল তিরুপতি বালাজির মন্দির।
প্রাচীনকাল থেকেই ভারতে শ্রী সম্পদ বলে বিবেচিত হয়ে আসছে সোনা। ভারতীয় সভ্যতায় শুভ কাজে সোনার ব্যবহার বহুল প্রচলিত। স্বাভাবিকভাবেই পুজো-পার্বণ সহ দেবদর্শনেও সোনার উপস্থিতি বিশেষ তাৎপর্য রাখে। এবার সেই সোনা সংক্রান্ত কারণেই নজর কেড়েছে তিরুপতি মন্দির। তবে এবার ঘটনাটা একটু ভিন্ন।
মন্দিরের বিগ্রহকে সোনা নিবেদন নয়। এবার সোনার অলঙ্কার পড়ে তিরুপতি মন্দিরে গিয়ে নজর কেড়েছেন ৩ ভক্ত। প্রতিনিয়ত কাতারে কাতারে ভক্ত তিরুপতি দর্শনে ছুটে আসেন। মন্দিরে আসা হাজার হাজার ভক্তের মাঝে আলোচনায় উঠে এসেছেন ওই ৩ ভক্ত।
সম্প্রতি পুনে থেকে তিরুবালা মন্দিরে বিগ্রহ দর্শন করতে গিয়েছিলেন এক মহিলা সহ দু'জন পুরুষ। তাঁদের সাজসজ্জায় ছিল মোট ২৫ কেজি সোনার অলঙ্কার।
সাজসজ্জার পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে সোনার গয়না ধন-সম্পদ ও প্রাচুর্যের পরিচায়ক। তাই বিয়ে সহ যেকোনও অনুষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে সবারই প্রিয় সোনার গয়না।
তিরুপতি মন্দিরে আসা ওই মহিলা ভক্তের পাশাপাশি ২ পুরুষ পুণ্যার্থীর শরীরজুড়ে ছিল ভারী স্বর্ণালঙ্কার। হার, কানের দুল, হাতের গয়না, কোমর-বন্ধনী থেকে শুরু করে বাদ যায়নি কিছুই। স্বাভাবিকভাবে মহিলার পাশাপাশি ২ পুরুষের এই সাজসজ্জা নজর কেড়েছে মন্দিরে উপস্থিত অন্যান্য ভক্তদের।
সেই ভিডিও ভাইরালও হয়েছে মুহূর্তে। সেইসঙ্গে ওই ৩ ভক্ত উঠে এসেছেন আলোচনা কেন্দ্রবিন্দুতে। আর হবে নাই বা কেন? বর্তমানে দামের কারণে ইচ্ছে থাকলেও সোনা কেনার সাধ্য হয়তো অনেক মানুষেরই নেই। সেখানে স্পর্শ নাই বা করা গেল, ২৫ কেজি গয়নার সাজ চোখে দেখলেও বিষ্ময় কিছু কম জাগে না। সেই বিশেষ স্বর্ণসাজ যদি ভিডিওতেও দেখতে হয়, তাতেই বা ক্ষতি কি? আর যাই হোক, সোনার গয়না তো! তাও আবার ২৫ কেজির!
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও