
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তাঁকে পর্যাপ্ত সময় বলতে হয়নি এই অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক থেকে বেরিয়েই কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। এবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমেও মোদি সরকারকে তীব্র আক্রমণ মমতার। বৈঠকে মমতাকে বলতে দেওয়া হয়নি এই দাবির পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মমতা যা অভিযোগ করছেন সেটা সঠিক নয়। সব মুখ্যমন্ত্রীকেই সমান ভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে।
কেন্দ্রের তরফেও টুইট করে জানানো হয় মমতার অভিযোগ সঠিক নয়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা জানান, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। দেশের মধ্যে যত বিরোধী দল রয়েছে তার মধ্যে একমাত্র আমি বৈঠকে যোগ দিয়েছিলাম। সম্মান নাই করতে পারে কিন্তু ডেকে অসম্মান করা হল। এটা বিরোধীদের অপমান। এখন বিজেপি মুখ বাঁচানোর চেষ্টা করছে। এরপর আমি কেন্দ্রের কোনো বৈঠকে যোগ দেব কিনা সেটা ভাবতে হবে’।
দিল্লিতে বৈঠক থেকে বেরিয়েই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনেন মমতা তিনি বলেন, ‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। আমার আগে চন্দ্রবাবু নাইড়ু ২০ মিনিট বলেছেন। তাঁর আগে কেউ ১৫ মিনিট, কেউ ১৬ মিনিট বলেছেন। আমি পাঁচ মিনিট বলতেই স্টপ স্টপ বলে মাইক বন্ধ করে দেওয়া হল। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি’।।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪
কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১