
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে বেশি টাকা নেই। কিন্তু ইচ্ছা করছে একটু ভাল মোবাইল ফোন কেনার। চিন্তা নেই, এটাই সেরা সময় মোবাইল ফোন কেনার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবারই বাজেট পেশ করেছেন। সেখানেই তিনি মোবাইল ফোনের কাস্টমস ডিউটি একধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মোবাইল ফোনের যন্ত্রাংশের ক্ষেত্রেও কমেছে এই কাস্টমস ডিউটি। ফলে বিদেশ থেকে আসা মোবাইলগুলি এবার অনেক সস্তায় মিলবে।
এর আগে বেসিক কাস্টমস ডিউটি যেখানে ২০ শতাংশ ছিল, এবার তা নেমে এসেছে ১৫ শতাংশ। এরফলে অ্যাপেলের মত প্রতিষ্ঠানগুলি অনেক বেশি লাভবান হবে। পাশাপাশি ফোনের দামও অনেকটাই নামবে নিচের দিকে। মোবাইল শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন এরফলে মোবাইলের দাম ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত কম হতে পারে। ফলে মধ্যবিত্তের নাগালের অনেকটা কাছে চলে আসবে দামী মোবাইল।
এই ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী জানিয়েছেন, ৫ শতাংশ কাস্টমস ডিউটি কমে গেলে অ্যাপেল সহ অন্য মোবাইল সংস্থাগুলি অনেকটাই বেশি লাভের মুখ দেখবে। ফলে তারা ব্যবসার খাতিরে মোবাইলের দাম কমিয়ে নিয়ে আসবে। এরফলে ভারতের মোবাইল ফোন শিল্পে বিপ্লব আসবে। বর্তমানে ফাইভ জি-র যুগ। এই ফোন এবার থেকে সাত হাজার থেকে শুরু করে ২৪ হাজারের মধ্যেই মিলবে। ভারতের অর্থনীতিতে সরাসরি এর প্রভাব পড়বে বলেই মনে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা