ভিডিও | বর্ধমানে কার্জন গেটের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ
Reporter: BIBHAS BHATTACHARYAY | লেখক: DEBKANTA JASH ৩০ জুন ২০২৪ ০২ : ০৯Debkanta Jash
বর্ধমানে কার্জন গেটের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ। রবিবার এক পুরুষ সঙ্গীর সঙ্গে ওই হোটেলে ঘর ভাড়া নেন যুবতী। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতার সঙ্গী পলাতক।