
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, দিল্লি: শপথ গ্রহণের দ্বিতীয় দিনে স্লোগানে উত্তপ্ত হল লোকসভা। জয় বাংলা, জয় কালী, জয় জগন্নাথ থেকে শুরু করে দলনেতা, নেত্রী, রাজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে স্লোগান দিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর আজ শপথগ্রহণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি শপথবাক্য পাঠ করতে উঠতেই তুমুল স্লোগান দিতে থাকেন তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের সাংসদরা। ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করে বিরোধীদের কটাক্ষ, "এথিক্স কমিটির চেয়ারম্যান কোথায় গেলেন, মহুয়া মৈত্র ফিরে এসেছেন।" ফৈজাবাদে জয়ী অবদেশ প্রসাদ শপথ নিতে উঠলে টেবিল চাপড়ে অভিনন্দন জানান বিরোধী সাংসদরা। হাতে সংবিধান নিয়ে শপথবাক্য পাঠ করেন রাহুল গান্ধী। সাংসদ হিসেবে শপথগ্রহণ করেছেন অভিষেক ব্যানার্জি।
তৃণমূলের তরফে আজ শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা, হাজি নুরুল ইসলাম এবং দেব। শপথ নেওয়ার পর দেবী কালীর স্ত্রোত্র পাঠ করেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জি। একইসঙ্গে জয় জগন্নাথ স্লোগান দেন তিনি। পাল্টা ট্রেজারি বেঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান এবং জয় জগন্নাথ স্লোগান দেওয়া হয়। যে সমস্ত সাংসদ আজ শপথ নিতে পারলেন না বিভিন্ন কারণে, তাঁরা পরে শপথ নিতে পারবেন। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি, প্রবীণ সাংসদ সৌগত রায়, মালা রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডলদের পাশাপাশি রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ সহ নতুন সাংসদরাও শপথগ্রহণ করেন। রাজ্যের নামের সূচী অনুযায়ী, সবশেষে শপথগ্রহণ করেন বাংলার সাংসদরা। তৃণমূল সাংসদরা শপথবাক্য পাঠ করার পর জয় বাংলা স্লোগান দেন। কল্যাণ ব্যানার্জির শপথ গ্রহণের সময় খেলা হবে স্লোগান দেওয়া হয় বিরোধী বেঞ্চের তরফে।
কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদরা শপথবাক্য পাঠ করার পর জয় সংবিধান স্বোগান দেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ আরও বেশ কয়েকটি দলের সাংসদরা সংবিধান হাতে নিয়ে শপথপাক্য পাঠ করেন। ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ শপথবাক্য পাঠ করতে উঠলে বিরোধী বেঞ্চের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দেন। প্রসঙ্গত, ফৈজাবাদ অর্থাৎ যে লোকসভা কেন্দ্রের আওতায় রাম জন্মভূমি রয়েছে সেখানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছেন তিনি। সপা অখিলেশ যাদব, ডিম্পল যাদব এদিন শপথ নিতে উঠলে তাঁদের টেবিল চাপড়ে অভিনন্দন জানায় ইন্ডিয়া শিবির।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মণিপুরের সাংসদের শপথগ্রহণ। সে রাজ্যের দুই সাংসদ শপথবাক্য পাঠ করতে উঠলে মণিপুর মণিপুর স্লোগান দিতে থাকে বিরোধী বেঞ্চ। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁদের সম্মান প্রদর্শন করেন রাহুল গান্ধী। শপথগ্রহণের জন্য আউটার মণিপুরের সাংসদ অ্যালফ্রেড কান্নগাম আর্থারের নাম ঘোষণা হতেই বিরোধী বেঞ্চ থেকে মণিপুর মণিপুর স্লোগান দেওয়া হয়। তিনি শপথ নেওয়ার পর বলেন, "মণিপুরকে ন্যায় দিন, দেশ বাঁচান।" ইনার মণিপুরের সাংসদ আনগোমচা বিমল আকোইজাম শপথ নিতে উঠলে মণিপুরের ন্যায় চাই, ন্যায় চাই স্লোগান ওঠে। তবে প্রতিবাদ, বিক্ষোভ, স্লোগান সভার রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে বলে জানান প্রোটেম স্পিকার ভর্তহরি মেহতাব।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের