
বুধবার ২৮ মে ২০২৫
তীর্থঙ্কর দাস: সপ্তাহখানেক আগে কলকাতার অ্যাক্রোপোলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় পুরো মল। ২৪ শে জুন ডিজি ফায়ারের থেকে মলে বিদ্যুৎ সংযোগ চালু করার অনুমতি পায় কর্তৃপক্ষ। বেসমেন্ট থেকে চারতলা পর্যন্ত খোলা হয়েছে মল। অন্যদিকে ৬তলা থেকে ২১ তলা পর্যন্ত যে ৯৯ টি অফিস রয়েছে তাও চালু করে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে চালু করা হয়েছে অফিস। যদি আবার সাধারণের জন্য কবে আবারও খুলবে অ্যাক্রোপোলিস মল তা এখনও পর্যন্ত অনিশ্চিত। অ্যাক্রপলিস মলের ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট কমিউনিকেশন, সিএসআর, মার্গ্রুলিন গ্রুপের সর্বাণী ভট্টাচার্য আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'ভিতরে এখনও পর্যন্ত মেরামতির কাজ চলছে এবং সেই কারণে সাধারণের জন্য খোলা সম্ভব হচ্ছে না মল।' তিনি আরও জানান যে, 'অফিসগুলো চালু করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জায়গার ফায়ার সেফটির কাজ হয়ে গেলে দমকল বিভাগে ইন্সপেকশন করতে আসবে। তারপরেই সবুজ সংকেত পেলেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে অ্যাক্রোপোলিস শপিং মল। তিনি জানান, 'সামনে পুজো এবং প্রায় ৪০০০-৪৫০০ কর্মীর সংসার চলে মলে চাকরি করে। যত দ্রুত সম্ভব চেষ্টা করা হচ্ছে মল খুলে দেওয়ার।'
মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোলেই বড় শাস্তি, নতুন নিয়ম না জানলে বিপদ আপনার
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক, আসল কারণ কি?
চরবৃত্তির ইতিহাসে নতুন অধ্যায়! লাস্য-যোগে অপরাধ, অর্থলোভ না কি মনস্তত্ত্ব?
‘এখানেই শেষ নয়, আবারও পাহাড় জয় করতে বেরোব’, কলকাতায় ফিরে জানালেন কনস্টেবল লক্ষ্মীকান্ত
লরির চাকায় পিষল শিশুর মাথা, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়
ফের নৃশংস র্যাগিং-এর অভিযোগ যাদবপুরে! এবার অভিযোগ দুই 'প্রাক্তন' এসএফআই কর্মীর বিরুদ্ধে