
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব ভারতে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেই সময়ে তীব্র তাপপ্রবাহ মহারাষ্ট্রে। রাজ্যের আকোলা শহরে শনিবারে পারদ ঠেকেছে ৪৫.৬ ডিগ্রিতে। তীব্র গরমে শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানানো হয়েছে, ৩১ মে পর্যন্ত জারি থাকবে এই ধারা। কোনো রকম জমায়েত করা যাবে না।
প্রত্যেক প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য পানীয় জল এবং পাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাইভেট কোচিং ক্লাসের সময় পরিবর্তন করে বিকেলে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবার এখানে তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি। আপাতত বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে।