
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসছে বঙ্গে তত বাড়ছে বৃষ্টি। বাতিল করা হয়েছে বিমান, একাধিক ট্রেন। আর এবার ঝড়ের জেরে বাতিল করা হল নির্বাচনী কর্মসূচি। শেষ দফার নিবার্চনের আগে রবিবার প্রচার ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিরও। ঝড়, বৃষ্টির জেরে মূলত বিকেল এবং সন্ধ্যার দিকে জনসভা বাতিল হয়ে গিয়েছে। এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে রোড শো ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তা বাতিল করা হয়েছে।
রবিবার দুপুরে হরিনাভি থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হয়ে রাজপুর বাজার পর্যন্ত যাদবপুর লোকসভা এলাকায় মিছিল করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। খারাপ আবহাওয়ার কারণে তাও বাতিল করা হয়েছে। মথুরাপুরে জনসভা ছিল শুভেন্দু অধিকারীর। পাশাপশি, সন্দেশখালিতে সভা করার কথা ছিল সুকান্ত মজুমদারের। দুই বিজেপি নেতার সভাই বাতিল করা হয়েছে। তবে সোনারপুরে এদিন জনসভা করেছেন মমতা। বাদুড়িয়াতেও জনসভা করেছেন অভিষেক। সন্ধ্যা ৬টা নাগাদ যাদবপুরে বারো ভূতের মাঠে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। তা শেষ হবে হবে কিনা পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর।