
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : রাজ্যপাল কেন রাজভবনের সিসিটিভি ফুটেজ দিচ্ছেন না, সে প্রশ্ন তুলল তৃণমূল। আজ দিল্লিতে তৃণমূল মুখপাত্র এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, রাজভবন ছেড়ে কেন কেরলের কোচিতে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত উল্লেখ্য, শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরেই বাংলা ছেড়ে কেরল চলে যান তিনি। ভোটের সময় রাজ্যপালের রাজভবন ত্যাগ নিয়েই প্রশ্ন তৃণমূলের। শশী পাঁজা বলেন, " রাজ্যপাল কোচিতে কী করছেন? তাঁর তো রাজভবনে থাকার কথা। রাজ্য সরকার তো সিসিটিভি ফুটেজ চাইছে। কেন সেই ফুটেজ দেওয়া হচ্ছে না?" এদিকে, কেরলের এরনাকুলামে স্থানীয় সংবাদমাধ্যমকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।