
রবিবার ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সমনামে সমস্যা, বিপত্তিও। একই নাম হওয়ার কারণে একজনের পরিবর্তে অপরজনকে কটাক্ষ করে বসলেন প্রার্থী। অভিনেত্রী কঙ্গনা রানাওতে এবার লোকসভা ভোটের প্রার্থী গেরুয়া শিবিরের। শুক্রবার আচমকা তিনি আক্রমণ করে বসেন তাঁরই দলের দলের নেতা তেজস্বী সূর্যকে। যদিও এই নাম বিভ্রাটের কারণ হিসেবে সমনাম বিষয়টি উঠে এসেছে। ঠিক কী বলেছেন কঙ্গনা? তিনি বলেন, একজন রাহুল গান্ধী, যিনি চাঁদে আলু চাষ করতে চান, অন্যদিকে তেজস্বী সূর্য, যিনি গুন্ডামি করেন এবং মাছ খান। শেষ অংশটুকুতেই স্পষ্ট কঙ্গনার নিশানায় বিহারের আরজেডি নেতা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর মাছ খাওয়ার ভিডিও নিয়ে সম্প্রতি ব্যাপক হারে চর্চা হয়েছে দেশের রাজনীতিতেও। ইতিমধ্যে জনসভায় কঙ্গনার বক্তব্যের অংশ ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমেও। যদিও তাতে স্পষ্ট, শনিবারের জনসভায় ভুল বশতই তিনি নাম নিয়েছেন তেজস্বী সূর্যর। বিজেপির হয়ে প্রার্থী হওয়ার পর থেকেই কঙ্গনাকে লাগাতার কংগ্রেসকে কটাক্ষ করতেও দেখা গিয়েছে। উল্লেখ্য, তেজস্বী সূর্য নিজেও বেঙ্গালুরু দক্ষিণ থেকে গেরুয়া শিবিরের প্রার্থী। অন্যদিকে তেজস্বী যাদব আবার সমাজ মাধ্যমে কঙ্গনার বক্তব্যের অংশ শেয়ার করেছেন। ক্যাপশনে জানতে চেয়েছেন, "এই ভদ্রমহিলা কে?"