
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মধ্য প্রদেশে কংগ্রেসে বড় ধাক্কা। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী এবং ৬ বারের সাংসদ রামনিবাস রাওয়াত যোগ দিলেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে বিপুল সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। এই যোগদানের ফলে মধ্য প্রদেশে বিজেপি অনেকটাই শক্তিশালী হল বলে মনে করছে রাজনীতির কারবারিরা। লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসের এতবড় ধসের জেরে রীতিমতো বেসামাল হাত শিবির। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ভোট চলাকালীন এই নেতাদের দায়িত্বের অভাব বোধ করা হচ্ছিল। দল থেকে এরা সরে গিয়েছেন তাতে দলের কোনও সমস্যা তৈরি হবে না। বিজেপি দল ভাঙার খেলায় পটু। তবে অন্য দলের তুলনায় তাঁদের কংগ্রেসকেই বেশি পছন্দ। তাই তাঁরা হাত শিবিরকেই টার্গেট করেছেন।