
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশ্নে অস্বস্তিতে ইডি। আদালত ইডিকে প্রশ্ন করেন, কেন ভোটের আগেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হল ? কীভাবে ইডি এই মামলাটি সাজিয়েছে তা নিয়েও এদিন ইডির কাছে জানতে চায় আদালত। যদি কেজরিওয়াল এই মামলার সঙ্গে যুক্ত থাকেন তবে উপযুক্ত প্রমাণ দেখান। প্রসঙ্গত, দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারির সময় ইডি জানিয়েছিল তাঁদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে। কিন্তু কেজরিওয়ালের মামলায় তেমন কিছু আদালতে পেশ করা হয়নি। এবিষয়ে ইডির উত্তর শুক্রবার জানতে চায় আদালত। স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে তার অপব্যবহার করলে চলবে না। কেজরিওয়ালের গ্রেপ্তারির সময় নিয়ে মন্তব্য করে আদালত।