
শনিবার ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলছে লোকসভা ভোট। ইতিমধ্যেই দুদফার ভোট মিটেছে। বাকি রয়েছে আরও সাতটি দফা। নির্বাচনী প্রচারে এসে একযোগে বিজেপি এবং বিজেডিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, বাইরে থেকে দেখলে মনে হবে এই দুজন একে অপরের বিরুদ্ধে লড়ছে কিন্তু আসলে এদের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে কটাক্ষ করে রাহুল বলেন, বাইরে থেকে তিনি দেখানোর চেষ্টা করছেন যেন তিনি বিজেপির বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু আসলে তিনি বিজেপির কথামত কাজ করছেন। ওড়িশায় নির্বাচনী প্রচারে রাহুল বলেন, ওড়িশাবাসীকে বোকা বানিয়ে সেখানকার মানুষদের লুঠ করছে এই দুই দল। লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তাই প্রতিটি প্রচারে গিয়ে কংগ্রেসকেই প্রধান নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি রাহুলের।