
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন ১৭, ০০০ এর বেশি নাগরিক। নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেন, বিরোধীরা ক্ষমতায় এলে তাঁদের মঙ্গলসূত্র এবং জমি অনুপ্রবেশকারীদের দিয়ে দেবে। মূলত মুসলিম সমাজের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদি ঘৃণা ভাষণ দিয়েছেন বলে অভিযোগ তোলে বিরোধী শিবির। দলীয়ভাবে নিন্দার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আহ্বান করা হয় ইন্ডিয়া জোটের দলগুলির তরফে। সেই আবেদন সাড়া দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নামে একটি সামাজিক সংগঠন।
সাধারণ নাগরিকদের তরফে প্রধানমন্ত্রীর বক্তব্যকে মারাত্বক এবং দেশের মুসলিম সমাজের ওপর সরাসরি আক্রমণ বলে মন্তব্য করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, "গত ২১ এপ্রিল রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সংবিধানে আস্থা রাখা দেশের মানুষের আবেগে আঘাত করেছে।" গণতন্ত্রের জন্মদাত্রী হিসেবে ভারতের যে সুনাম রয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সে সুনাম নষ্ট করেছে বলে জানিয়েছেন নাগরিকরা। একইসঙ্গে জানানো হয়েছে, এই ঘৃণা ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নীরবতা প্রতিষ্ঠানটির মহিমা ক্ষুণ্ন করছে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।