
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নবরাত্রিতে মাছের ভিডিও পোস্ট করে বিজেপির কটাক্ষের শিকার হয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে তিনি হতাশ হয়ে থেমে যাননি। এবার সেই হেলিকপ্টারে বসে কমলালেবু খাওয়ার ছবি পোস্ট করলেন তিনি। তেজস্বী বলেন, এবার আমরা কমলালেবুর পার্টি করছি। তবে তাঁরা এই কমলা রংকে নিয়ে এবার কটাক্ষ করতেই পারেন। তেজস্বীর সঙ্গে প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহানিও ছিলেন। সাহানিও এদিন বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, এবার এই কমলালেবু নিয়েও ইস্যু তৈরি করা হবে। একেও ধর্মের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই কমলালেবু সাধারণ মানুষ তাঁদের দিয়েছে বলেও জানাতে ভোলেননি দুজনেই। প্রসঙ্গত, হেলিকপ্টারে বসে মাছ খাওয়ার ভিডিও পোস্ট করায় বিজেপির সমালোচনার শিকার হয়েছিলেন তেজস্বী। তবে এদিন তেজস্বী কটাক্ষের সুরে বলেন, এবার তাঁরা বিজেপি আইকিউ এবং গদি মিডিয়ার চিন্তাভাবনাকে পরীক্ষা করে দেখতে চান।