
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একুশের বিধানসভা ভোটের সময় রীতিমত চর্চায় ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তারপর থেকে তুলনায় কিছুটা নিভৃতে। তবে আসন্ন লোকসভা ভোটের আগে এবার তিনি পরামর্শ দিলেন কংগ্রেসের রাহুল গান্ধীকে। বললেন গত ১০ বছর ধরে রাহুল তাঁর ব্যর্থতা সত্বেও দল পরিচালনা থেকে সরে দাঁড়াননি এবং অন্যকেও সেই জায়গা ছাড়েননি। তাঁর পরামর্শ, এই লোকসভা ভোটে কংগ্রেস যদি আশানুরূপ ফল না করে, তাহলে এবার সরে দাঁড়ানো উচিত রাহুলের। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কথা বলার সময় তিনি বলেন, ১০ বছর ধরে ব্যর্থতার পরেও রাহুলের দল পরিচালনাও আদতে তাঁর মতে গণতন্ত্র বিরোধী। রাহুলকে পরামর্শ প্রসঙ্গে প্রশান্ত কিশোরের বক্তব্যে উঠে আসে সোনিয়া প্রসঙ্গ। রাজীব গান্ধীর মৃত্যু, সোনিয়ার নিজেকে রাজনীতি থেকে দূরে রাখার সিদ্ধান্ত এবং পি ভি নরসিমা রাওকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।