
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রধানমন্ত্রী হাজির, তাঁর পাশে দাঁড়িয়েই মুখ ফসকে বেফাঁস মন্তব্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তাঁর মন্তব্যের ওই অংশটুকু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। রবিবার বিহারের নওয়াদাতে ছিল নির্বাচনী সভা। সভায় মোদির সঙ্গেই উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্যে নীতীশ বলেন, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দেবেন, যিনি ৪ হাজারের বেশি সাংসদ নিয়ে ক্ষমতায় ফিরবেন। যদিও এবার বিজেপির স্লোগান আবকি বার ৪০০ পার। সেখানে ৪ হাজার মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ২৫ মিনিটের বক্তব্য শেষে হাসিমুখে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, তাঁর বক্তব্য শেষে মোদি বলেন, তিনি এত ভাল বক্তৃতা দিয়েছেন, যে তাঁর আর কিছুই বলার বাকি নেই।