
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নিঘর্ন্ট প্রকাশের দিন থেকেই তৎপর জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, সি ভিজিল অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের সংখ্যা ৭৯ হাজারের বেশি। এর মধ্যে ৯৯% অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এছাড়াও এই সব অভিযোগের ৮৯% নিষ্পত্তি করা হয়েছে ১০০ মিনিটের মধ্যে।
ভোটের ঘোষণার আগেই কলকাতায় এসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সিভিজিল অ্যাপের কথা ঘোষণা করেছিলেন। এই অ্যাপের মাধ্যমে যত দ্রুত সম্ভব অভিযোগগুলির নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। এবার সেই সিভিজিল অ্যাপ এখনও পর্যন্ত ৭৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে বলে দাবি করল কমিশন।