
সোমবার ০৫ মে ২০২৫
বীরেন ভট্টাচাচার্য, দিল্লি: অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করায় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। কেন এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হল না, সে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে কমিশনে চিঠি দিয়ে প্রধামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি বা কোনও রকম অভিযোগ দায়ের হলে ৪৮ ঘণ্টার মধ্যে তার তদন্ত হবে বা পদক্ষেপ করা হবে। গত ১৮ মার্চ সাকেত গোখলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। যদিও আজ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি কমিশনের তরফে। প্রসঙ্গত, গত সপ্তাহে নির্বাচন কমিশনারের দুটি ফাঁকা থাকা শূন্যপদ পূরণ করেছে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতার কমিটি। সাকেতের প্রশ্ন, "সরাসরি সরকার নিযুক্ত নির্বাচন কমিশনার প্যানেলে প্রধান বিচারপতি, বিরোধী দলনেতার কোনও ক্ষমতা নেই।" সেই কারণেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না বলে দাবি তৃণমূলের। সাকেতের বক্তব্য, "এই কারণেই কি ভোট ঘোষণার দিন কয়েক আগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল?" তিনি বলেছেন, নির্বাচন কমিশন অভিযোগ প্রত্যাখান করতেই পারে, তবে তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে।
এদিকে, গতমাসে রাজ্যের বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে। নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলি ফের চালু করতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা শান্তনু ঠাকুর ব্যক্তিগত সহায়কের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেন এবং জানান সেখানে মেল করে জানালেই আধারকার্ডগুলি সক্রিয় হবে। সামগ্রিক বিষয়টির উল্লেখ করে আধারের দায়িত্বে থাকা সংস্থা ইউআইডিএআইয়ের থেকে জবাব চেয়েছিলেন সাকেত গোখলে। রাজ্যের কতজনের আধার নিষ্ক্রিয় হয়েছে, কেন নিষ্ক্রিয় হয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। যদিও সম্প্রতি জবাবে ইউআইডিএআই জানিয়েছে, "সব মিলিয়ে মোট ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে রাজ্যভিত্তিক এবং কী কারণে নিষ্ক্রিয় হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য নেই।" কীভাবে শান্তনু ঠাকুরের কাছে রাজ্যের আধারের তথ্য ভাণ্ডার পৌঁছল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, "যেখানে ইআইডিএআইয়ের কাছে তথ্য নেই, সেখানে শান্তনু ঠাকুরের কাছে কীভাবে রাজ্যের মানুষের আধার সম্পর্কিত তথ্য পৌঁছল? কীভাবে মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক আধার নিষ্ক্রিয় হওয়া এবং সেই সম্পর্কিত বিষয় দেখভাল করতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার ব্যবহার করে?"
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের