
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আলোচনা চলছিল, এবার তাতেই সিলমোহর। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল এবার থেকে সেমেস্টারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ যারা এবার মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে, তারা আর একটি পরীক্ষা নয়, বদলে ২০২৬ সালে তারা দুটি সেমেস্টারে দেবে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাদশ শ্রেণির পরীক্ষাও তারা দুটি সেমেস্টারেই দেবে।
তবে এ সিদ্ধান্ত আচমকা নয় একেবারেই। আগেই জানানো হয়েছিল আলোচনা হয়েছে এই প্রসঙ্গে। শিক্ষা দপ্তরকে এই নয়া প্রস্তাব পাঠানো হয়েছিল। অপেক্ষা ছিল শিক্ষা দপ্তরের অনুমতি। সেই অনুমতি মেলার পরেই বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন পদ্ধতির কথা জানিয়েছে। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেসব পড়ুয়া মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এবার থেকে নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়ারা এবার সেমেস্টার পদ্ধতিতে দেবে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুটি সেমেস্টারের ফলাফল মিলিয়েই চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে। সূত্রের খবর সেমেস্টার দুটি হবে নভেম্বর এবং মার্চে।
একই সঙ্গে জানানো হয়েছে, নয়া পদ্ধতিতে পড়ুয়াদের জন্য থাকবে নয়া পাঠক্রম। শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পড়ুয়াদের নয়া পাঠক্রম, পরীক্ষা পদ্ধতি সহ বিশদে জানিয়ে দেবে দ্রুত।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪