সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Narendra Modi: সন্দেশখালি ঝড় তুলবে গোটা বাংলায়: মোদি

Pallabi Ghosh | ০৬ মার্চ ২০২৪ ১৯ : ২৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসত। বারবার তিনবার। প্রধানমন্ত্রীর মুখে উঠে এল সেই সন্দেশখালির প্রসঙ্গ। যে প্রসঙ্গ তুলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, "বাংলা নারীশক্তির বিরাট বড় প্রেরণা কেন্দ্র। এই বাংলায় তৃণমূল মা-বোনদের ওপর অত্যাচার করে ঘোর পাপ করেছে।" এরপরেই তাঁর অভিযোগ, "সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কোনও লোকের মাথা নিচু হয়ে যাবে।" আর সন্দেশখালিতে মহিলাদের প্রতিবাদ যে শুধু ওই দ্বীপ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না তা বলতে গিয়ে মোদির দাবি, "নারীশক্তির এই ক্রোধ সন্দেশখালিতেই আটকে থাকবে না। গোটা বাংলায় ঝড় উঠবে।" লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদির এই দাবি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী বাংলার বিজেপিকে সন্দেশখালি ইস্যু নিয়ে বড় আন্দোলন গড়ে তোলার কথা বললেন।
শুক্রবার ৮ মার্চ বিশ্ব মহিলা দিবস। বুধবার বারাসতে "নারী শক্তি বন্দন" নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জনসভার মূল উদ্যোক্তা ছিল বিজেপির মহিলা মোর্চা‌। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে এদিন নরেন্দ্র মোদি বক্তব্য শুরু করেন "জয় মা কালী ও জয় মা দুর্গা" বলে। তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়েই এদিন ছিল নারী শক্তির বিকাশ নিয়ে। এই প্রসঙ্গেই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ও সেখানে অভিযুক্ত শেখ শাহজাহানের নাম না করে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, "অভিযুক্তকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ধাক্কা খেয়েছে।" তাঁর অভিযোগ, "তৃণমূল কখনই মা-বোনেদের নিরাপত্তা দিতে পারবে না।" এমনকী বিপদে পাশে দাঁড়াতে মহিলা হেল্প লাইন বানালেও রাজ্যে শাসকদল তা চালু করতে দিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি।
অন্যদিকে তাঁর সরকার নারীদের সুড়ক্ষা ও উন্নতিতে কতটা সচেষ্ট সেই উদাহরণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্র ধর্ষণের মামলায় ফাঁসির সাজার ব্যবস্থা করেছে। বিজেপি সরকারের জন্যই দেশের প্রতিটি ক্ষেত্রে আজ মহিলাদের জন্য রাস্তা খুলে যাচ্ছে।" এই প্রসঙ্গে দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোটকে আক্রমণ করে তাঁর অভিযোগ, কেন্দ্র মহিলাদের উন্নতিতে প্রকল্প আনলেও ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তারা প্রকল্পগুলি চালু করতে দিচ্ছে না। সেইসঙ্গে তিনি বলেন, তাঁর পরিবার নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাঁদেরকে তিনি জানাতে চান দেশের মা-বোনেরা তাঁর পরিবার।
বারাসতের সভার আগে এদিন কলকাতা মেট্রোর কয়েকটি রুট উদ্বোধন করেন তিনি। সভামঞ্চ থেকে তাঁর দাবি, কলকাতা মেট্রো ৪০ বছরে ছিল ২৮ কিলোমিটার। বিজেপি গত ১০ বছরে ৩১ কিলোমিটার রুট আরও বাড়িয়েছে।




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া