
সোমবার ০৫ মে ২০২৫
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
রোমান্টিক মেজাজে অনন্ত-রাধিকা
প্রাক বিয়ের উদযাপনে অন্য মেজাজে ধরা দিলেন অনন্ত অম্বানি, রাধিকা মার্চেন্ট। প্যাস্টেল রঙের শেরওয়ানিতে ভাল লেগেছে অনন্তকে। রাধিকা সুন্দরী নরম গোলাপি রঙের লেহঙ্গা-চোলিতে। বলিউডের সমস্ত নায়িকা এদিন প্রদীপের শিখায় বরণ করেন রাধিকাকে। হবু বৌমাকে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি মুকেশ-নীতা অম্বানি।
‘অম্বা’ নীতা!
অনন্ত অম্বানির বিয়ে। ঈশ্বরের কাছে ছেলে এবং বৌমা রাধিকা মার্চেন্টের জন্য প্রার্থনা জানালেন নীতা অম্বানি। রবিবার প্রাক-বিবাহ অনুষ্ঠানে তিনি বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেন। সেখানেই তিনি ‘অম্বা’ বা দেবী দুর্গা রূপে মঞ্চে উপস্থিত হন। একটি পবিত্র স্তোত্র নাচের মাধ্যমে তুলে ধরেন। একই সঙ্গে তাঁর পরিবারের সমস্ত নারীকে তিনি দেবী দুর্গার অংশ বলে চিহ্নিত করেন। তাঁদের উদ্দেশ্যে উৎসর্গও করেন এই বিশেষ অনুষ্ঠান। লাল বেনারসি, গয়নায় মোড়া নীতা এদিন সত্যিই যেন দেবীর প্রতিমূর্তি।
হাম সাথ সাথ হ্যায়
কোথায় বিচ্ছেদ? বরং সপরিবার অম্বানি পরিবারের বিয়েতে হাজির ঐশ্বর্য রাই বচ্চন। এদিন পরিবারের কর্তা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রাক উদযাপনে আসেন সবাই। ছিলেন ননদ শ্বেতা বচ্চন, ভাগ্নী নভ্যা নভেলি নন্দা, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক। নভ্যা লাল লেহঙ্গা-চোলিতে অপরূপা। তবে যাবতীয় আলো শুষে নেন ঐশ্বর্য-আরাধ্যা। মেয়েকে রাইসুন্দরী সাজিয়েছিলেন নরম গোলাপি লেহঙ্গায়। নিজে বেছে নিয়েছিলেন সাদা। এখানেই শেষ নয়। অভিষেক-ঐশ্বর্য এদিন একই রঙের পোশাকে রংমিলন্তি!
লিটল স্টার
একজন হাঁটতেই শেখেনি। বাকি দু’জনে গটমটিয়ে হাঁটে। এতেই জামনগর বিয়েবাড়ি কাঁপিয়ে দিল রাহা কাপুর, তৈমুর, জেহ আলি খান। ভাল করে ঘুমই ভাঙেনি। সেই অবস্থাতেই বাবার কোলে চড়ে বিয়েবাড়িতে। রাহাকে দেখে পাপারাৎজিদের উৎসাহ চরমে। মেয়ে যাতে ভয় না পায় তাই রণবীর কাপুর বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আদরে ভরিয়ে দিয়েছেন। অন্য দিকে, জেহ-রও একই অবস্থা। বেচারির ঘুমে পোষায়নি। ফলে, জিভ বের করে পাপারাৎজিদের সামনে জোর করে দাঁড়িয়েছে সে। তৈমুর তো ছবি তোলার আগে বেঁকেই বসেছিল।
সুরেলা বিয়েবাড়ি
তারকাখচিত বিয়েবাড়ি সুরেলা করতে জামনগরে সস্ত্রীক পা রাখলেন অরিজিৎ সিং। নিরাপত্তীরক্ষীদের বেষ্টনি তাঁদের গাড়িতে তুলে দেয়। পরে তিনি মঞ্চ ভাগ করে নেন শ্রেয়া ঘোষালের সঙ্গে। ‘ভুলভুলাইয়া’-র জনপ্রিয় গান ‘আমি যে তোমার’ গানটি শোনার তাঁরা।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?