
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রত্যাশামতোই উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। সেখানকার রাস্তায় লাগাতার মহিলাদের প্রতিবাদ কর্মসূচি ও ঘটনাপ্রবাহ নিয়ে শুক্রবার আরামবাগের মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে অভিযোগ করলেন দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোটের নেতারা সন্দেশখালি নিয়ে গান্ধীজির বলা বাঁদরের মতো কান,চোখ ,মুখ বন্ধ রেখেছেন। তাঁর অভিযোগ, দুর্নীতি ও তোষণকে প্রশ্রয় দেওয়াই ইন্ডিয়া জোটের লক্ষ্য। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরের প্রথমদিন আরামবাগের মঞ্চ থেকে রাজ্যে কেন্দ্রের তরফে নেওয়া ৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার পর চলে যান রাজনৈতিক সভামঞ্চে। সেখান থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে জোরালো আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল মুখেই শুধু মা-মাটি-মানুষের কথা বলে। অভিযোগ করে তিনি বলেন, "তৃণমূল সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যেটা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত।" এবিষয়ে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "রাজা রামমোহন রায়ের আত্মা আজ দু:খে কাঁদছে।" নরেন্দ্র মোদির অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে তৃণমূল।
প্রায় দু"মাস ফেরার থাকার পর বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, "কেউ তো অভিযুক্তকে আড়াল করছিল এতদিন। কিছু লোকের ভোট সন্দেশখালির মহিলাদের থেকেও গুরুত্বপূর্ণ!" তাঁর কথায়, চোটের জবাব দিতে হবে ভোটে। এপ্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের গর্ব যে ওদের একটা নির্দিষ্ট ভোটব্যাঙ্ক আছে। এবার মুসলিম মহিলারা এই ভোটব্যাঙ্ক ভাঙতে এগিয়ে আসবেন। সন্দেশখালি প্রসঙ্গে এদিন তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যে বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "বাম ও কংগ্রেসের এই সরকারের থেকে জবাব চাওয়ার সাহস নেই।" রাজ্যে শাহজাহানের গ্রেপ্তারির পেছনে তাঁর দলকেই কৃতিত্ব দিয়ে নরেন্দ্র মোদি বলেন, বিজেপি ও রাজ্যের মানুষের জন্যই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি নিয়েও সরব হয়েছেন নরেন্দ্র মোদি। স্কুল ও পুরসভার নিয়োগ দুর্নীতির কথা তুলে তিনি বলেন, "তৃণমূল ভ্রষ্টাচারের কোনও রাস্তাই ছাড়েনি। তৃণমূলের মন্ত্রীর ঘর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায়। এত টাকা সিনেমাতেও দেখা যায় না। এই লুটেরাদের জবাব দিতে হবে।" সেইসঙ্গে অভিযোগ করেছেন, সরকারি প্রকল্পের জন্য কেন্দ্র টাকা দিলেও রাজ্য ব্যবহার করছে না। কার্যত সফরের প্রথমদিনের বক্তব্য থেকে পরিষ্কার, লোকসভা নির্বাচনে এবার বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে সন্দেশখালি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী