
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনী কৌশল, রণনীতি তৈরিতে ব্যস্ত সব রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের চূড়ান্ত বার্তা দিলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার তিনি সাফ জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর মতাদর্শ কী। দলের নেতা-নেত্রীদের বলেন, তাঁর নীতি মানলে তবেই তাঁর সঙ্গে, নইলে চাইলে তাঁরা যান অন্য রাজনৈতিক দলে, তাতে দলনেত্রীর কোনও আপত্তি নেই। কিন্তু তাঁর দলে থেকে সাধারণ মানুষকে বঞ্চনা বরদাস্ত নয় কোনওভাবেই।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভা থেকে গেরস্থালির মায়েদের উদাহরণ দিয়ে বলেন, "আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়।" তার পরেই বোঝান এই "সংসার" অটুট রাখতে সকলকে মানতেই হবে তাঁর মতাদর্শ। মমতা এদিন বলেন, "আমি প্রত্যেককে বলব, আমাদের গ্রামসভা-পঞ্চায়েত সমিতি-মিউনিসিপ্যালিটি-জেলাপরিষদ কর্মাধ্যক্ষ, একসঙ্গে সকলে মিলে মিশে কাজ করবেন।" মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মতে পদ নয়, শেষ কথা সাধারণ মানুষ। দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, "মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গায় এসেছেন। মানুষ ছুড়ে ফেলে দেবে, তখন কেউ তাকিয়েও দেখবে না।" সাফ জানান, "আমি চিরকাল এই কথা বিশ্বাস করি। এই কথা বিশ্বাস করলে আমার সঙ্গে থাকবেন, না করলে নিজের ঘরে যান, বিজেপি-কংগ্রেস-সিপিএম করুন। আমার আপত্তি নেই।" একদিকে সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে যখন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর বঞ্চনার অভিযোগ উঠছে, তখন মমতা স্পষ্ট জানালেন, "তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না।"
গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্র কোনও টাকা দেয় না। রোজ মিত্যে কথা বলে, দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির পঞ্চায়েতগুলোতে গণ্ডগোল হয়, কারণ তাঁরা লুটেপুটে খায়।" মানুষের ওপর বিজেপি অত্যাচার করে বলেও এদিন অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী