
সোমবার ২৬ মে ২০২৫
সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা কংগ্রেসকে। অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ।তাকে নিয়ে যাওয়া হয় নলমুড়ি হাসপাতালে।ঘটকপুকুর থেকে এক কিলোমিটার দূরেই আটকে দেয়া হয় কংগ্রেসের প্রতিনিধি দলকে।অভিযোগ পুলিশের ধাক্কায় তিনি পড়ে গিয়েছেন।