সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | Murshidabad: সাগরদিঘির স্কুল থেকে নিখোঁজ ছাত্রের খোঁজ মিলল নবগ্রামে

Pallabi Ghosh | ২১ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ৪৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘি থানার একটি আদিবাসী বিদ্যালয়ের আবাসিক হস্টেল থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর ওই ছাত্রের খোঁজ মিলল নবগ্রাম থানার পলসন্ডা এলাকাতে। বুধবার দুপুরে ওই ছাত্রকে উদ্দেশ্যবিহীনভাবে এলাকার একটি হোটেলের সামনে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরই তাঁরাই গোটা ঘটনাটি জানান নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে।
স্থানীয় সূত্রে জানা গেছে -উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম সূর্য হেমব্রম। সে সাগরদিঘী থানার চোরদিঘী লাফাং বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। সূর্য, বিদ্যালয়ের হস্টেল থেকে মঙ্গলবার নিখোঁজ হলেও স্কুল কর্তৃপক্ষ কোনও অজ্ঞাত কারণে বিষয়টি সাগরদিঘি থানাতে লিখিতভাবে জানায়নি বলে অভিযোগ উঠেছে।
বক্রেশ্বর পাল নামে পলসন্ডা এলাকার এক ব্যবসায়ী বলেন, "আজ দুপুর নাগাদ ওই ছাত্র ক্লান্ত অবসন্ন শরীরে আমার দোকানের সামনে এসে কিছু খাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা চায়। ওই ছাত্রের সাথে কথা বলে আমি জানতে পারি সে সাগরদিঘির একটি আদিবাসী আবাসিক স্কুলে থেকে পড়াশোনা করে এবং কোনও কারণে মঙ্গলবার সেখান থেকে সে পালিয়েছে। ওই ছাত্র আমাকে জানায় দু"দিন ধরে সে কিছু খায়নি।" এলাকার অন্যান্য ব্যবসায়ীরা ওই ছাত্রকে প্রশ্ন করলে সে জানায় -হস্টেলের মধ্যে অন্য এক ছাত্র তাকে মারধর করার জন্য রাগে এবং ভয়ে সে সেখান থেকে পালিয়ে এসেছে।
এরপরই স্থানীয় জনগণ ওই ছেলেটিকে খাওয়ানোর ব্যবস্থা করেন এবং দ্রুত তাঁকে বিধায়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সূর্য হেমব্রম বলে, "গতকালকে স্কুলের হস্টেলে বিছানার চাদর ফেলে দেওয়াকে কেন্দ্র করে আমার সাথে সুরজ নামে অন্য এক ছাত্রের বচসা হয়। সেই সময় সুরজ আমাকে মারধর করে। এর পরই কাউকে কিছু না জানিয়ে আমি হস্টেলের পিছন গেট দিয়ে পালিয়ে যাই।"
স্থানীয় সূত্রে জানা গেছে- সূর্যের বাড়ি বর্ধমান জেলাতে। তার পরিবারের লোকেরা বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য অন্য রাজ্যে রয়েছেন।
গোটা ঘটনার খবর পাওয়ার নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল আদিবাসী ওই স্কুলের প্রধান শিক্ষক এবং হোস্টেল সুপারকে নবগ্রামে তাঁর বাড়িতে ডেকে পাঠান এবং সূর্যকে তাঁদের হাতে তুলে দেন।
কানাইবাবু বলেন, "বাচ্চা ছেলেটি রাগের মাথায় হস্টেল থেকে বেরিয়ে চলে এসেছিল। পলসন্ডা এলাকাতে বাচ্চাটিকে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াতে দেখে আমাদের দলের কিছু লোকজন তাকে আমার বাড়িতে নিয়ে আসেন। আমি ছাত্রটিকে আমার বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করি এবং তাকে বুঝিয়ে হস্টেল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি।"




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া