সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | India-England: ছয়ে ছয়! বুমরা-শামির দাপটে ইংল্যান্ডকে হারিয়ে ফের একনম্বরে ভারত

Sampurna Chakraborty | ২৯ অক্টোবর ২০২৩ ২১ : ৪২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ছয়ে ছয়। লখনউয়ে ব্রিটিশ বধ ভারতের। টানা ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে আবার টেবিল শীর্ষে রোহিত শর্মারা।‌ নবাবের শহরে চূর্ণ ব্রিটিশ দর্প। ১০০ রানে জিতল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত। জবাবে ৩৮ ওভারে ১২৯ রানে অলআউট ইংল্যান্ড। ব্যাটে প্রথমে রোহিত-সূর্যকুমার। তারপর বল হাতে বিধ্বংসী বুমরা-শামি।‌ আরও একটি জঘন্য পারফরম্যান্স বিশ্বচ্যাম্পিয়নদের। ছয় ম্যাচের পাঁচটিতে হার। এবারের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় সবার ওপরে ইংল্যান্ডকে রেখেছিল অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু পুরো বুমেরাং। টেবিলের শেষে ইংল্যান্ড। সম্মানের লড়াইও জিততে ব্যর্থ বাটলাররা।‌ প্রথম চার ম্যাচ মাঠের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তনেই পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। ম্যাচের সেরাও হন। এদিনও দুর্ধর্ষ বাংলার পেসার। ৭ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন। নিখুঁত লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বল করলেন। আরও একটি ম্যাচ জেতানো পারফরম্যান্স শামির। দুই ম্যাচে মোট ৯ উইকেট। তাও আবার বিশ্বক্রিকেটের দুই অন্যতম সেরা শক্তি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। একেই বলে কামব্যাক। 


টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। শুরুতেই সাফল্য পায় ইংল্যান্ড। রোহিত শর্মা ছাড়া ভারতের টপ অর্ডার রান পায়নি। ৯ রানে আউট হন শুভমন গিল। বিশ্বকাপে প্রথম শূন্য বিরাট কোহলির। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ শ্রেয়স আইয়ারও। বাজে শট খেলে মাত্র ৪ রানে আউট হন। ৪০ রানে ৩ উইকেট হারায় ভারত। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৯১ রান যোগ করেন রোহিত। অনবদ্য ব্যাটিং ভারতের নেতার। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু উইকেটের চরিত্র বুঝে সতর্কতায় মোড়া ইনিংস রোহিতের। তবে নিজের ভুলেই শতরান হাতছাড়া করেন। ১০১ বলে ৮৭ রানে আউট হন। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১০টি চার। তবে একশো না পেলেও নতুন রেকর্ড রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করেন ভারতের তারকা ক্রিকেটার। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন। ১৮ হাজারের ক্লাবে রয়েছেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। ৩৯ রান করে ফেরেন রাহুল। হার্দিকের জায়গায় নেমে সফল সূর্যকুমার যাদব। তবে মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৪৯ রানে আউট হন সূর্য। ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২২৯ রান তোলে ভারত। 

জবাবে জঘন্য ব্যাটিং ইংল্যান্ডের। ৫০ ওভারের ম্যাচ খেলার মানসিকতা নেই থ্রি লায়ন্সদের। এবারের বিশ্বকাপের অধিকাংশ ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাটলাররা। এদিনও ৩৪.৫ ওভারে শেষ ইংল্যান্ডের ইনিংস। বুমরা, শামির আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ব্রিটিশরা।

ইংল্যান্ডের কোনও ব্যাটারই রান পায়নি। সর্বোচ্চ রান লিয়াম লিভিংস্টোনের। সাত নম্বরে নেমে ২৭ রান করেন। বাকিরা এলেন এবং গেলেন। খারাপ ফর্ম অব্যাহত বাটলারের। ১০ রানে আউট হন। ভারতীয় পেসারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পরে ইংল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন শামি। ৩ উইকেট শিকার বুমরার। জোড়া উইকেট কুলদীপের। লখনউয়ের চ্যালেঞ্জিং পিচে ৮৭ রান করার জন্য ম্যাচের সেরা রোহিত শর্মা। 




নানান খবর

নানান খবর

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া