Reporter: TIRTHANKAR DAS | লেখক: DEBKANTA JASH ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ৫৫Debkanta Jash
তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু গ্রেপ্তার হয়েছেন শনিবার। রবিবার তাঁকে বসিরহাট আদালতে পেশ করার সময় উঠল ‘চোর-চোর’ স্লোগান। শনিবার তাঁকে ন্যাজাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শিবুকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।