সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Indian Super League: মাঝমাঠে দুর্দান্ত কাউকো, নর্থইস্টকে দুরমুশ করে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

Kaushik Roy | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ০১ : ৪৮Kaushik Roy


মোহনবাগান ৪ (লিস্টন, কামিংস, পেত্রাতোস, সাহাল): নর্থইস্ট ইউনাইটেড ২ (জুরিচ)

কৌশিক রায়: এদিন মাঠে বাগান সমর্থকরা একটি টিফো নামিয়েছিলেন তাতে লেখা ছিল "রিটার্ন অফ দ্যা হাল্ক"। হাল্কের চেহারার ওপর মুখ বসানো জনি কাউকোর। টিফোর কথাটা যে খুব একটা ভুল নয় তা একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিলেন এই মিডফিল্ডার। একদিকে জনি কাউকোর অ্যাসিস্টের হ্যাটট্রিক, পাশাপশি মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক। ফিনল্যান্ডের এই মিডফিল্ডার স্কোয়াডে ফেরার পর থেকে মাঝমাঠের চেহারাই বদলে গিয়েছে বাগানের। যে কারণে শনিবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই কাউকোকে নামিয়েছিলেন বাগান কোচ হাবাস। তার ফলও মিলল হাতেনাতে। হ্যাটট্রিকের অ্যাসিস্ট করে দলকে জয়ের হ্যাটট্রিক এনে দিলেন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস এবং সাহাল আব্দুল সামাদ। চারটে গোলের মধ্যে তিনটেতেই অ্যাসিস্ট রয়েছে কাউকোর। ৩-৫-২ ছকে এদিন দল সাজিয়েছিলেন বাগান কোচ। দীপেন্দু, হেক্টরের সঙ্গে এদিন ডিফেন্সে ছিলেন শুভাশিস। একটু ওপর থেকে শুরু করেছিলেন অভিষেক সূর্যবংশী।



খেলার শুরুতেই চার মিনিটের মাথায় বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন দীপেন্দু। জিতিনের ক্রস আটকাতে গিয়ে স্লাইডিং ট্যাকল সোজা গিয়ে কনুইতে লাগে বাগান ডিফেন্ডারের। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফর্মে থাকা নর্থ ইস্ট স্ট্রাইকার টমি জুরিচ। গোল খেয়ে প্রতিপক্ষকে একেবারে চেপে ধরে হাবাস ব্রিগেড। অবশেষে অপেক্ষার অবসান ঘটে প্রথমার্ধের ইনজুরি টাইমে। জনি কাউকোর পাস থেকে ফাঁকায় বল পান লিস্টন কোলাসো। ভুল করেননি, দুর্দান্ত প্লেসমেন্টে গোল শোধ করেন। তবে প্রথমার্ধে বেশ কয়েকবার বাগান ডিফেন্সকে পরাজিত করে নর্থ ইস্ট। কিন্তু ওই একটার বেশি গোল আসেনি। লিস্টনের সমতা ফেরানোর পরেই মাঝমাঠে ফ্রি কিক পায় মোহনবাগান। দিমিত্রির ফ্রি কিকে বক্সের ভেতর মাথা ছোঁয়ান হেক্টর। বাড়ানো বল নামিয়ে কামিংসের কাছে সাজিয়ে দেন জনি কাউকো। নামানো বলে ট্যাপ ইন করে বল জালে জড়িয়ে দেন জেসন কামিংস।



দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ মিনিটের মাথায় নর্থ ইস্টের হয়ে সমতা ফেরান টমি জুরিচ। বক্সের ভেতর দীপেন্দুর ভুলে দুরন্ত শটে বিশাল কাইথকে পরাস্ত করেন জুরিচ। এগিয়ে যেতে বেশি সময় লাগেনি মোহনবাগানের। ৫৩ মিনিটে দিমিত্রির গোলে ফের লিড পায় সবুজ মেরুন। বাঁদিক থেকে লিস্টন রান নিয়ে বল বাড়ান কামিংসকে। ছোট্ট থ্রুতে পেত্রাতোসকে বল বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। দিমির জোরালো শটে এগিয়ে যায় মোহনবাগান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি নর্থইস্ট। ৫৭ মিনিটে জনি কাউকোর দুরন্ত পাস থেকে ৪-২ করেন সাহাল আব্দুল সামাদ। এদিন মাঠে উপস্থিত ছিলেন সাহালের পরিবার। গোল করে গ্যালারির সামনে এসে নিজের পরিবারকে উৎসর্গ করেন তিনি। পরপর তিন জয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এল সবুজ মেরুন। বাগানের পরের ম্যাচ টেবিল শীর্ষে থাকা ওড়িশার সঙ্গে।

ছবি: অভিষেক চক্রবর্তী




নানান খবর

নানান খবর

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

সোশ্যাল মিডিয়া