
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সপ্তমীর সকালে মুর্শিদাবাদের সুতি ব্লকের-১ রাজুয়া দীঘিতে মঙ্গলঘটে জল ভরে শুরু হল রাজ রাজেশ্বরী মায়ের পুজো। মুর্শিদাবাদ জেলার সুতির বংশবাটি গ্রামের অন্যতম সেরা উৎসব রাজ রাজেশ্বরী দুর্গোৎসব।
মাঘ মাসে শীতের বিদায়লগ্নে পূজিত হন দেবী রাজ রাজেশ্বরী। প্রতিবছর এই পুজো উপলক্ষ্যে আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। দেবীর দর্শন পেতে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহার থেকেও প্রচুর মানুষ ভিড় জমান। বসে মেলা। যাত্রা, বাউলগান, নাটক ও কবিগানের আসরে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। রাজ রাজেশ্বরী দুর্গোৎসব সম্প্রীতির উৎসব। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই পুজোয় শামিল হন। মহাসপ্তমী তিথিতে রাজ রাজেশ্বরী মায়ের পুজো শুরু হয়, চলে পরবর্তী পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা পর্যন্ত।
মন্দিরের পুরোহিত নিতাই চক্রবর্তী এবং বাবুরাম মজুমদার বলেন,"রাজ রাজেশ্বরী হলেন দেবী দুর্গার ষোড়শী রূপ। এখানে দেবী শবাসনে বিরাজমানা।" বংশবাটির মন্দিরে দেবী প্রতিমা কাঠামোতে শব রূপী শিব শায়িত থাকেন। শিবের নাভি থেকে প্রস্ফুটিত হয় দু"টি পদ্ম। দেবী রাজরাজেশ্বরী শবাসনে বিরাজ করেন আর ধরিত্রীকে ধারণ করে থাকেন। দেবীর সঙ্গে একই কাঠামোতে বিরাজ করেন চতুর্মুখী ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এবং ধর্মরাজ। মা রাজ রাজেশ্বরী চতুর্ভূজা। তাঁর দু"পাশে থাকেন দুই সখী জয়া এবং বিজয়া। দেবীর বাহন সিংহ।
জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বংশবাটি গ্রাম । সেইসময় রাজুয়া দীঘি নামে একটি বৃহৎ জলাশয় থেকে দেবী রাজ রাজেশ্বরী উঠে এসে গোটা গ্রামকে রক্ষা করেন। তারপর থেকেই দেবী রাজ রাজেশ্বরী, ওই গ্রামে দেবী দুর্গা হিসেবেই পূজিতা হয়ে আসছেন।
এখানে দশমীর দিন দেবী রাজ রাজেশ্বরীর বিসর্জন হয় না। দশমী শেষে পূর্ণিমা পার করে কোনও একটি শুভদিনে দেবীর বিসর্জন হয়। ভক্তদের কাঁধে চাপিয়ে দেবীকে নিরঞ্জনের জন্য রাজুয়া দীঘিতে নিয়ে যাওয়া হয়।
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত