
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তাল সুতি থানার ঔরঙ্গাবাদ ডিএন কলেজ। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষায় টুকলি না করতে দেওয়ায় সোমবার দুপুরে পরীক্ষা শেষের পর কলেজের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু ছাত্রছাত্রী। ঔরঙ্গাবাদ ডিএন কলেজে এবার আসন পড়েছিল সামশেরগঞ্জের নুর মহম্মদ স্মৃতি বিদ্যালয় এবং ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের। পঞ্চম সেমেস্টারের পরীক্ষা চলছিল বলে জানা গিয়েছে। এদিন বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা ডিএন কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে’। ডিএন কলেজের অধ্যক্ষ সোমনাথ ব্যানার্জির বক্তব্য, ‘পরীক্ষা চলাকালীন কিছু ছাত্র-ছাত্রী অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল। শিক্ষকরা তাঁদের বাধা দেন। পরীক্ষা শেষের পর ওই ছাত্রছাত্রীরা কলেজের কয়েকজন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান তাঁরা বেশিরভাগই গত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু পরীক্ষার্থীদের দাবি, কলেজের শিক্ষক এবং কয়েকজন স্টাফ পরীক্ষা চলাকালীন তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। পরীক্ষা শেষে সেই ঘটনারই প্রতিবাদ জানাচ্ছিলেন তারা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও