
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দুর্ঘটনাহীন কলকাতা মেট্রো। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির লিখিত প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৩ সালে ভারতীয় রেলের প্রতিটি জোনে দুর্ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন অভিষেক। সেই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন, সেখানে ২০২২-২৩ সালে ভারতীয় রেলের সমস্ত জোন মিলিয়ে মোট দুর্ঘটনার সংখ্যা ৪৮টি।
অশ্বিনী বৈষ্ণবের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি রেল দুর্ঘটনা হয়েছে সেন্ট্রাল বা মধ্য রেলে। ২০২২-২৩ সালে মধ্য রেলে মোট দুর্ঘটনার সংখ্যা ৮টি। রেলের সমস্ত জোন মিলিয়ে মোট ৪৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন এবং আহতের সংখ্যা ৮১ জন। আহতদের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর পশ্চিম রেল। এই জোনে ২টি দুর্ঘটনায় আহতের সংখ্যা ৭০ জন। যদিও কোনও মৃত্যু হয়নি। এছাড়াও আরও জানা গিয়েছে, ইস্ট কোস্ট রেলে ৫টি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৪ জন। উল্লেখিত সময়ে পূর্ব রেলে ২টি দুর্ঘটনা হলেও, কোনও হতাহতের খবর নেই। এই সময়ে কলকাতা মেট্রোয় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪