
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের কাজিয়া প্রকাশ্যে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জোর করে লকেট চ্যাটার্জিকে চাপিয়ে দেওয়া চলবে না। রাতারাতি এই মর্মে পোস্টারে ছেয়ে গেল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লোকসভা ভোট আসন্ন। কে কোথায় প্রার্থী হতে পারেন তা নিয়ে স্থানীয় স্তরে চলছে জোর চর্চা। গত ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চ্যাটার্জি। সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চ্যাটার্জিকে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’ বুধবার সকাল থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গেছে এমন পোস্টার। তার পর থেকেই শুরু হয়েছে তৃণমূল–বিজেপি তরজা।
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেছেন, ‘লকেট চ্যাটার্জি আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। মানুষের নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃণমূলের তরফে এই পোস্টার মারা হয়েছে। এসব করে লাভ হবে না। বিজেপি ৪০০ আসন নিয়ে আবার সরকার গড়বে। নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রী হবেন।’ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সহ সভাপতি বিধায়ক অসিত মজুমদার বলেছেন, ‘শুনেছি শ্রীরামপুরে লকেট চ্যাটার্জিকে নিয়ে পোস্টার পরেছে। নিচে বিজেপির নাম। বাংলায় ৪২টা লোকসভার আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। কোথাও পালিয়ে বাঁচা যাবে না। হুগলিতে দাঁড়ালে এবার পাঁচ লাখ ভোটে হারবে। তাই শ্রীরামপুর পালাচ্ছে। ৪২টা আসনেই মমতা ব্যানার্জি প্রার্থী। আর শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ালে লকেটকে তৃণমূল কংগ্রেসের কিছু করার দরকার হবে না, ওকে বিজেপিই হারিয়ে দেবে।’
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও