
সোমবার ২৬ মে ২০২৫
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
শোকস্তব্ধ অরিজিৎ
মা অদিতি সিংয়ের পর দিদিমাকেও হারিয়ে ফেললেন অরিজিৎ সিং। ভারতী অধিকারীর বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। সেই সময় জিয়াগঞ্জে ছিলেন গায়ক। খবর পেয়েই স্ত্রী পায়েলকে নিয়ে সঙ্গে সঙ্গে শ্মশানে পৌঁছে যান তিনি। শেষকৃত্যে যোগ দেন।
রণবীর-শাহিদ জুটি?
নিজের ছবির প্রচারে এসে পরের ছবির আগাম আভাস দিলেন শাহিদ কাপুর। তাঁর আগামী ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র নায়িকা কৃতি শ্যানন। সেই ছবিরই প্রচারে নায়কের ইঙ্গিত, আগামীতে ‘কবীর সিং’ এবং ‘রণবিজয়’ সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমেল পার্ক’-এ জুটি বাঁধতে পারেন। দুই সেরা চরিত্র এক ফ্রেমে মানেই রণবীর কাপুর-শাহিদ জুটি বাঁধতে চলেছেন। এও জানিয়েছেন, জল্পনা সত্যি হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।
বাবার যোগ্য মেয়ে
দেশের প্রথম স্ট্যান্ডআপ কমেডিয়ান জনি লিভার। তাঁর "জনি লিভার লাইভ"-এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সেই ধারা এগিয়ে নিয়ে যাবেন তাঁরই মেয়ে জেমি লিভার। অভিনেত্রী-কৌতুকশিল্পী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি দেশের দুই জায়গায় বাবার মতো শো করতে চলেছেন। সেখানে কৌতুকরস পরিবেশনের পাশাপাশি অভিনয়, নাচ, গানেরও জায়গা থাকবে। যা জেমি অনায়াসে করতে পারেন। শো দু’টি দেখা যাবে নেহেরু সেন্টার এবং থানের কাশীনাথ ঘানেকার নাট্যগৃহে।
বেফাঁস বলে বিপদে!
শ্রীদেবীর মৃত্যু পূর্ব নির্দিষ্ট। প্রকৃত কারণ লুকোতে নাকি নরেন্দ্র মোদী, রাজনাথ সিংয়ের হাত আছে। একই ভাবে সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও তাইই। এই দাবি, ভুবনেশ্বরের ইউটিউবার দীপ্তি আর পিন্নিতির। খবর প্রকাশ্যে আসতেই ইউটিউবারের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। গোয়েন্দা সংস্থার আধিকারিকদের দাবি, নিজেদের স্বপক্ষে প্রমাণ দিতে দীপ্তি এবং পিন্নিতি সমাজমাধ্যমে প্রচুর চিঠি এবং নথিপত্র দেখিয়েছেন। কিন্তু সে সব নকল। এই নথিপত্রেই রয়েছে মোদী থেকে শুরু করে রাজনাথ সিংহের নাম। আরও লেখা, আরব সংযুক্ত আমিরশাহি সরকারও নাকি শ্রীদেবীর মৃত্যু চাপা দিতে হাত মিলিয়েছিল ভারতের সঙ্গে।
‘ভাইজান’-এর নয়া রূপ
করণ জোহর যতই তাঁর আগামী ছবি পিছোন সলমন খানের কিন্তু পরিশ্রমে ঢিলেমি নেই! মাঝে চেহারা ভারী হয়ে যাওয়ায় অনুরাগীদের দুশ্চিন্তার কারণ হয়েছিলেন তিনি। সেই তিনিই ঝকঝকে নতুন রূপে! আগের মতো টানটান চেহারা। পেশি আগের মতোই নিটোল। কালো ভেস্ট পরায় ধবধবে গায়ের রং যেন ফেটে পড়ছে। সঙ্গে কালো টুপি। সলমনের এই রূপে ফের নতুন করে মজল বলি দুনিয়া। নিজের বাড়িতে বাবা সেলিম খানকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি।
সুশান্তের শেষ চিহ্নও হারাল!
সুশান্ত সিং রাজপুত নেই। কিন্তু তাঁর ভালবাসার শেষ চিহ্ন ছিল অঙ্কিতা লোখাণ্ডের কাছে। প্রাক্তন প্রেমিকের প্রিয় পোষ্য স্কচ। প্রয়াত অভিনেতা তাঁর পোষ্যের সঙ্গে সময় পেলেই খেলাধুলো করতেন। পরে তাকে অঙ্কিতার হাতে তুলে দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। দুনিয়া থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন তিনি। অঙ্কিতার নতুন সঙ্গী ভিকি জৈন। পরে তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পরেও শ্বশুরবাড়িতে ভিকি-অঙ্কিতার সঙ্গে বহাল তবিয়তে থাকত স্কচ। সেই পোষ্য সোমবার সুশান্তের কাছে চলে গেল। প্রাক্তন প্রেমিকের শেষ চিহ্ন হারিয়ে শোকাচ্ছন্ন অভিনেত্রী। বার্তায় লিখেছেন, ‘মাম্মা তোমাকে খুব মিস করবে।’
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!