
সোমবার ০৫ মে ২০২৫
পল্লবী ঘোষ: তিন মাসের শিশুকন্যাকে দেওয়ালে আছড়ে খুন করেছে বাবা, মা। যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় রাজ্য। তবে ডোমকলের ভাতশালার স্থানীয় বাসিন্দারা অতীতেও ঘাতক দম্পতির মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থেকেছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, তৃতীয় কন্যাসন্তানের খুনের আগে রিন্টু মণ্ডল এবং বেলুয়ারা বিবি চার বছরের ও দুই বছরের দুই মেয়েও চরম শারীরিক নির্যাতন করত। প্রথম কন্যাসন্তানকে মাত্র ৮ হাজার টাকার বিনিময়ে দিল্লিতে বিক্রি করার চেষ্টা করেছিল রিন্টু। ওই গ্রামেরই বাসিন্দা, যাঁরা রিন্টুর সঙ্গে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, তাঁরা জানতে পেরে পরিকল্পনা ভেস্তে দেন।
এখানেই শেষ নয়। বড় মেয়েকে বেধড়ক মারধর করত রিন্টু। এরপর মেজো মেয়ের জন্মের পরেও খুনের চেষ্টা করেছিল দম্পতি। মেজো মেয়েকে একবার মারতে মারতে মাথা ফাটিয়ে দিয়েছিল তারা। দীর্ঘদিন হাসপাতালে ছিল খুদে মেয়েটি।
স্থানীয়রা এবং রিন্টুর আত্মীয়রা পুলিশকে জানিয়েছেন, সে মাদকাসক্ত। চুরির ঘটনায় আগেও গ্রেপ্তার হয়েছিল। নেশার টাকা জোগাড় করতে না পারলে বেলুয়ারার সঙ্গে নিত্যদিন ঝগড়া, ঝামেলা করত। এর মাঝেই পরপর তিন কন্যাসন্তান জন্মায়। সংসারের খরচ কীভাবে চালাবে, এই চিন্তায় প্রায়শই ঝামেলা করত দুজনে। প্রথম দুই মেয়েকে খুনের চেষ্টা সফল হয়নি। তৃতীয়বার সদ্যোজাতকে আছড়ে মারার পর মৃত্যু নিশ্চিত করতে ঘরেই ফেলে রেখেছিল তারা।
নারীর ক্ষমতায়নে রাজ্য এবং কেন্দ্রের সরকারের একাধিক পদক্ষেপের পরেও কন্যাসন্তান খুন, কন্যা ভ্রূণ হত্যার ঘটনায় রাশ টানা যায়নি। একশ্রেণীর বাবা, মায়েদের কাছে মেয়ে সন্তান কেন এখনও "বোঝা" মনে হয়? এ প্রসঙ্গে সমাজতত্ত্ববিদ বুলা ভদ্রর বক্তব্য, "রাজ্য সরকারের "কন্যাশ্রী", "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের কথা যতটা ছড়িয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ, সুবিধার কথা সাধারণ মানুষ ততটা জানেন না। এ যুগে দাঁড়িয়েও কন্যাসন্তান খুনের ঘটনা ঘটছে কারণ, পরিবারের কাছে মেয়েরা এখনও বাড়তি "বোঝা"। মেয়েদের বিয়ে নিয়ে সব বাবা, মায়েদেরই দুশ্চিন্তা থাকে। একের বেশি কন্যাসন্তান জন্মালেই তাই মুখ কালো হয়ে যায়। কারণ তারা মনে করে, একাধিক কন্যাসন্তানের খরচ বহন করার মতো আর্থিক সচ্ছলতা নেই। সাধারণত যে পরিবারে একটি মেয়ে সন্তান রয়েছে এবং আর্থিক দিক থেকে ভাল অবস্থা, সেখানে এই ধরনের ঘটনা ঘটে না। আমার মনে হয়, যদি সমাজ থেকে যৌতুক দিয়ে বিয়ের কনসেপ্ট তুলে দেওয়া যায়, তাহলে এই ধরনের ঘটনা কমবে। তখন আর কন্যাসন্তানরা পরিবারের "বোঝা" থাকবে না।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী