
মঙ্গলবার ০৬ মে ২০২৫
তীর্থঙ্কর দাস: ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মানব পাচারের নিত্যনতুন কৌশল। মডেলিং, বিদেশে চাকরি, বেশি টাকা উপার্জনের প্রলোভনসহ নানা ধরনের ফাঁদ পেতে চোখের পলকেই পাচার হয়ে যাচ্ছে নিরীহ প্রাণগুলো। দাসপ্রথা নিছক অতীতে ঘটে যাওয়া কোনও বিষয় নয়। জাতিসঙ্ঘ আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় চার কোটি নারী, পুরুষ ও শিশু আধুনিক দাসত্বের শিকার হন।
নারীদের পাচার করে মডেলিংয়ের নামে যৌন পেশার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। কিন্তু পুরুষদের পাচার করে ঠিক কী করা হয়? তারই খোঁজ নিল আজকাল ডট ইন।
আজকাল ডট ইনের মুখোমুখি বছর ৩০- এর মোহনদাস খাটুয়া ( নাম পরিবর্তিত)। ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মোহনদাস। ১৪ বছর বয়সে পাঞ্জাবে পারি দেয় মোহনদাস। বেশি টাকা উপার্জন করার কথা ভেবে তার সঙ্গে যায় পরিবার। পাশের গ্রামের এক ঠিকাদারের প্রলোভনে পা দিয়ে ফেলেছিল ১৪ বছরের ওই যুবক সহ তার মা এবং বাবা। গ্রামের লোককে না জানিয়ে বেশি টাকা উপার্জনের কথা ভেবে ট্রেনে চেপে পাঞ্জাবের উদ্দেশে রওনা হয় পুরো পরিবার। পাঞ্জাবে পৌঁছনোর পর অটো করে পাঞ্জাবেরই একটি গ্রামে নিয়ে যাওয়া হয় ১৪ বছরের মোহনদাস সহ তার মা এবং বাবাকে। অচেনা সেই ঠিকাদার মোহনদাসকে বলেছিলেন বাইরের রাজ্যে কাজ করলে বেশি পয়সা রোজগার করতে পারবে। পাঞ্জাবে পৌঁছনোর পর হতদরিদ্র পরিবার বুঝতে পারে সবটাই মিথ্যে ছিল। মোহনদাস জানায় যে তাদেরকে নিয়ে যাওয়া হয় এক ইঁট ভাটায় এবং ১৫ দিন বিনা পয়সায় তাদেরকে খাটানো হয়। জোরপূর্বক শ্রম এবং শিশু শ্রমের শিকার হতে হয় পুরো পরিবারকে। আজকাল ডট ইনকে মোহনদাস আরও বলেন যে তাকে বেধড়ক মারধর করা হত তাকে মা-বাবার সামনে এবং তার মা-বাবা ছেড়ে দিতে বললে তাদের ওপরেও হত অত্যাচার। সময় মতো খেতে দেওয়া হত না পরিবারের কাউকেই। প্রায় বছরখানেক এইভাবে থাকার পর পুরো ঘটনাটি পাঞ্জাব প্রশাসনের নজরে আসে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে মোহনদাসের মতো একাধিক নাবালক এবং তাদের পরিবারকে উদ্ধার করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়। নারী এবং নাবালিকাদের পাচার করে যৌন পেশার সঙ্গে যুক্ত করে দেওয়া হয় ঠিক তেমনই পুরুষ এবং নাবালকদের শিকার হতে হয় শিশুশ্রমের।
মোহনদাসের বয়স এখন ৩০। পেশায় শ্রমিক। বর্তমানে নিজেকে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা "সেবা ইন্টারন্যাশনালের " ফেলোশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছেন। একদিকে যেমন পাচার হয়ে যাওয়া মানুষের জন্য পাশে থেকে কাজ করে চলেছেন মোহনদাস ঠিক অন্যদিকে জোরকদমে চালিয়ে যাচ্ছেন ফেলোশিপের প্রশিক্ষণ।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও