সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: পরিবারের বাধা সত্ত্বেও মাধ্যমিকে বসল ফরাক্কার ছাত্রী

Pallabi Ghosh | ০৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৮ : ৫৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কা থানার আইসি-র প্রচেষ্টায় শনিবার মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারলেন জেলার প্রত্যন্ত ইমামনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর- লাউয়ারহাট গ্রামের দশম শ্রেণির ছাত্রী তাহারিমা খাতুন।
আজ তাহারিমার ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরও ফরাক্কা থানার আইসি-র প্রচেষ্টায় নিজের সেন্টারে গিয়ে পরীক্ষা দিলেন তাহারিমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহারিমার বাবা রফিকুল শেখ পেশায় রাজমিস্ত্রি এবং মা পপি বিবি, বিড়ি তৈরির কাজ করেন। এক ভাই ও তিন বোনের মধ্যে বড় মেয়ে তাহারিমার ছোটবেলা থেকেই পড়াশোনার শখ। শত প্রতিবন্ধকতার মধ্যেও ফরাক্কার ইমামনগর হাইস্কুল থেকে পড়াশোনা করছে তাহারিমা।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, "তাহারিমার পড়াশোনার শখ থাকলেও তার বাবা রফিকুল ইসলাম কখনই চাইত না মেয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হোক।"
তাহারিমার মা পপি বিবি বলেন,"শুক্রবার রাত থেকেই পারিবারিক অশান্তির জেরে রফিকুল আমাকে প্রচন্ড মারধর করছিল। আমার মেয়ে তাহারিমা তার প্রতিবাদ করলে রফিকুল তাকেও বেধড়ক মারধর করে।"
তিনি জানান, "আর্থিক সমস্যা থাকার জন্য রফিকুল চায় না তাহারিমা পড়াশোনা চালিয়ে যাক। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগেও তাহারিমাকে প্রচন্ড মারধর করে আমার স্বামী। এরপরে তাহারিমা অসুস্থ বোধ করতে শুরু করায় কয়েকজন আত্মীয় স্বজনের পরামর্শে আমি তাহারিমাকে নিয়ে সোজা ফরাক্কা থানায় হাজির হই।"
পুলিশ সূত্রে জানা গেছে, তাহারিমার বাড়ি থেকে ফরাক্কা থানা প্রায় ৮ কিলোমিটার দূরে। এই দীর্ঘ পথ পায়ে হেঁটে আসতে আসতে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যায়। তবে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী গোটা ঘটনার কথা শুনে দ্রুততার সঙ্গে নিজের গাড়িতে তাহারিমাকে বসিয়ে তার পরীক্ষা কেন্দ্র অর্জুনপুর হাইস্কুলে হাজির হন। সেন্টার ইন চার্জ এবং বাকি আধিকারিকদের সাথে কথা বলেন আইসি নিজেই এবং ওই ছাত্রী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করেন।
তাহারিমা-র পরীক্ষা শেষে ফরাক্কা থানার গাড়ি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে।
থানার ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, তাহারিমা যাতে তার মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নির্বিঘ্নে দিতে পারে প্রশাসনের তরফ থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি ওই পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে, রফিকুল যদি ফের পরিবারের সদস্যদের মারধর করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফরাক্কা থানার পুলিশকে ধন্যবাদ দিয়ে পপি বলেন, "পুলিশের উদ্যোগে আজ আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল। পুলিশ আধিকারিকরা যদি না থাকতেন তাহলে আমার মেয়ের এবছর মাধ্যমিক পরীক্ষাই আর দেওয়া হত না।"




নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের

গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'

ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার

নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে

'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়া