
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : প্রশাসনিক "অসহযোগিতা"র জেরে শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা থেকে সময় মত শুরু হল না রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"। পশ্চিমবঙ্গে এই যাত্রার আজ শেষ দিনে রাহুল গান্ধীর কান্দি মহকুমা হয়ে বীরভূম দিয়ে ঝাড়খণ্ডের পাকুড়ে চলে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদে ঘন কুয়াশার কারণে নবগ্রামের যে এলাকাতে রাহুল গান্ধী বৃহস্পতিবার রাত্রিবাস করেছিলেন সেখান থেকে তাঁর গাড়ির কনভয় ছাড়া নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। যদিও পরবর্তীকালে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়- ঘন কুয়াশা নয়, প্রশাসন অনুমতি দিচ্ছে না বলেই রাহুল গান্ধীর কনভয় ঠিক সময়ে যাত্রা শুরু করতে পারছে না। অন্যদিকে প্রশাসন রাহুল গান্ধীর যাত্রা কান্দি মহকুমার মধ্যে দিয়ে যেতে দেওয়ার অনুমতি না দেওয়াতে কান্দি শহরে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। এরপরই প্রশাসনের তরফ থেকে রাহুল গান্ধীর যাত্রাকে মুর্শিদাবাদ দিয়ে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "বৃহস্পতিবার রাতে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার আমাদের দলের কর্মীদের জানিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা আর করা যাবে না। মাত্র তিনটি গাড়ি নিয়ে রাহুল গান্ধীকে জেলা থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। যদিও এই যাত্রা বন্ধ করার কোনও সরকারি নির্দেশিকা আমাদের কাছে ছিল না।"
তিনি বলেন, "আজ সকালে মুর্শিদাবাদের জেলাশাসক আমাকে ফোনে জানান রাহুল গান্ধী ২-৩টি গাড়ির কনভয় নিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে বেরিয়ে চলে যেতে পারেন। কিন্তু তাঁকে বেশি গাড়ির কনভয় নিয়ে যেতে দেওয়া হবে না।" যদিও অধীর চৌধুরীর , রাহুল গান্ধীর নিরাপত্তার কারণে মাত্র তিনটি গাড়ির কনভয় নিয়ে যাত্রা শুরু করতে রাজি হননি। তিনি প্রশাসনকে সাফ জানিয়ে দেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কোনও কাজ কংগ্রেস বা রাহুল গান্ধীর তরফ থেকে করা হবে না। এরপরই প্রশাসন সুর নরম করে এবং রাহুল গান্ধীর কনভয়কে যাত্রা শুরু করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে আজ রাহুল গান্ধীর যাত্রা শুরুর আগে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, "পশ্চিমবঙ্গে আমরা খুব ভাল অভ্যর্থনা পেয়েছি। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ যেখানেই আমাদের যাত্রা গেছে আশাতীত অভিনন্দন এবং অভ্যর্থনা পেয়েছে। এর থেকেই প্রমাণিত হয় "ইন্ডিয়া" জোট এখানে মজবুত রয়েছে এবং "ইন্ডিয়া" জোট লোকসভা ভোটে লড়াই করবে। বিজেপিকে আমরা এ রাজ্যে ১৮ থেকে শূন্যে নামিয়ে দেব।"
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন "এর আগেও রাহুল গান্ধী ন্যায় যাত্রা করেছেন। কিন্তু তারপরও কংগ্রেস রাজস্থান এবং ছত্তিশগড়ে পরাজিত হয়েছে। রাহুল-সোনিয়াজীর বিরুদ্ধে কেন্দ্র সরকার এজেন্সীকে ব্যবহার করলে অধীরবাবুরা আন্দোলনে নেমে পড়েন। কিন্তু এই রাজ্যে আমাদের নেতাদের বিরুদ্ধে এজেন্সি ব্যবহার করা হলে কংগ্রেস-সিপিএম তাকে বাহবা দেয়। তাই সিপিএম-কে নিয়ে কংগ্রেস যাত্রা করলে আমরা সেখানে থাকতে পারব না।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী