
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের ভোলবদলের পর যে কোনও মূল্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট চাইছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হওয়ার পর থেকে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবারের সুসম্পর্কের কথা বারবার বলে আসছিলেন। যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের জোট হচ্ছে না। এদিকে, এরই মধ্যে মঙ্গলবার জোট নিয়ে নিজের সুর নরম করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। বহরমপুরের তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে সে বিষয়ে অবহিত নই। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতও নই। বিজেপিকে হারাতে লড়বো। তৃণমূলকে হারিয়ে জিতেছি। কংগ্রেস যখন লড়তে বলবে তখন একইভাবে লড়াই করব।’ প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য মঙ্গলবার অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘অধীর চৌধুরি পাগলামো করছেন। উনি লোকসভায় কংগ্রেস দলনেতা। পাশাপাশি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। ওই কমিটির বাকি সদস্যরা মমতা ব্যানার্জির প্রতি যে সুরে কথা বলেন, অধীর চৌধুরী সেই একই সুরে কথা বলেন না। উনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন বহরমপুরে এসে লড়ার জন্য।’ অন্যদিকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচিতে রাহুল গান্ধীকে বহরমপুর স্টেডিয়াম না দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘কংগ্রেস দল চাইলে ১ ফেব্রুয়ারি রাতের পর বহরমপুর স্টেডিয়াম ব্যবহার করতে পারে।’ এদিকে,
অধীর চৌধুরী আজ ফের একবার অভিযোগ করেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় তাঁরা প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না। অন্যদিকে রাহুল গান্ধী সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কু–মন্তব্যের জবাব দিতে গিয়ে অধীর বলেন, কুকুর ,ছাগল, বিড়াল কোথায় কি বলে বেড়ালো তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। দলের লোকেরা এ বিষয়ে মামলা করছে।’
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও