
রবিবার ২৫ মে ২০২৫
বিশেষভাবে সক্ষম স্টেন্থ লিফটার ও বডি বিল্ডার মানস বিশ্বাস। ঠাকুরপুকুর এর বাসিন্দা মানস বিশ্বাস। ছোটবেলায় তার দুটো পা নষ্ট হয়ে যায় । মনের জেদ আর চেষ্টা মানসকে বানিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন। মিস্টার ইন্ডিয়া খেতাব রয়েছে তার ঝুলিতে। সরকারের থেকে কোন রকম আর্থিক সহায়তা মেলেনি। সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছে এই বডি বিল্ডার।