
সোমবার ০৫ মে ২০২৫
এখনও ঘরের দেওয়ালে সযত্নে সাজানো শ্রীলা মজুমদারের সাদা-কালো ছবিটি। মৃণাল সেন পরিচালিত ‘একদিন প্রতিদিন’-এর। কুণাল সেন অভিনেত্রীর অসুস্থতার কথা জানতেন না। তাই ভাবতেও পারেননি, এভাবে জীবন্ত মানুষটা সত্যিই দেওয়ালে টাঙানো ছবি হয়ে যাবেন! সেকথা জানিয়ে সামাজিক পাতায় শোকপ্রকাশ তাঁর। একই সঙ্গে ক্ষোভপ্রকাশও, ‘শ্রীলা ওঁর উচ্চতায় পৌঁছোতে পারলেন না।’
সাদা দেওয়ালে চৌকো কাঠের ফ্রেম। তাতে হাসছেন শ্রীলা। কুয়ো থেকে জল তুলতে তুলতে। আটপৌরে ভঙ্গিতে ডুরে শাড়ি। কপালে সিকি সাইজের টিপ। ঘাড়ের কাছে হাতখোঁপা। শ্রীলা যেন পাশের বাড়ির মেয়ে। এভাবেই প্রয়াত আন্তর্জাতিক পরিচালকের ছবিতে তিনি ধরা দিতেন। এবং একের পর এক ছবি করতে করতে তিনি সেন বাড়ির আত্মীয়সম। তাই তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না মৃণালপুত্র। সেকথা তিনি বিবরণীতে লিখেছেন, ‘যুগ যুগ ধরে আমাদের দেয়ালে ঝুলছে এই ছবি। এইমাত্র খবর শুনলাম, শ্রীলা আর নেই। তিনি একজন অসাধারণ অভিনেত্রী। এবং আমাদের পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য ছিলেন। মেনে নেওয়া কঠিন…।’
মৃণাল সেনের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখা। সাল ১৯৮০। পরশুরাম ছবির জন্য নতুন মুখ খুঁজছেন পরিচালক। অভিনেত্রী খোঁজার দায়িত্ব স্ত্রী গীতা সেনের উপরে। তিনিই হদিশ দিয়েছিলেন শ্রীলার। অভিনেত্রী তখন মাত্র ১৬। একদিন নাটকের মহড়ায় তাঁকে দেখতে যান মৃণাল। দেখেই পছন্দ হয়ে যায়। এরপর ‘একদিন প্রতিদিন’, ‘খণ্ডহর’, ‘খারিজ’-এর মতো ছবিতে তাঁদের একসঙ্গে কাজ।
তথাকথিত নায়িকাসুলভ ছিলেন না কোনও দিন। তাই তাঁকে ভিন্ন ধারার ছবি আপন করে নিয়েছিল। যদিও একাধিক বাণিজ্যিক ছবিতেও শ্রীলা নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু অভিনেত্রী কি তাঁর প্রাপ্য সম্মান পেয়েছেন? মৃত্যুর পর অভিনেত্রীকে ঘিরে এমন প্রশ্ন জন্ম নিয়েছে। কুণাল তাঁরও জবাব দিয়েছেন। প্রকাশ্যে, সামাজিক পাতায় উগরে দিয়েছেন তাঁর ক্ষোভ। এক অনুরাগিনীর বক্তব্যের জবাবে তাঁর শাণিত প্রতিবাদ, ‘শ্রীলা অনেকের চেয়ে ভাল ছিলেন। কিন্তু গাঢ় ত্বকের প্রতি আমাদের সম্মিলিত কুসংস্কার তাঁকে সেই উচ্চতায় পৌঁছাতে দেয়নি। যেখানে তাঁর পৌঁছানো উচিত ছিল।’
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?
জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?
‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?
পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?