
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলার যে সমস্ত ক্রীড়া ব্যক্তিত্ব দেশকে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের জন্য বিশেষ সাম্মানিক ভাতা চালু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে ১৫৬৭ জন এই ধরনের ক্রীড়াবিদদের সাম্মানিক ভাতা প্রদান অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সূচনা হল। এদিন খেলাশ্রী প্রকল্পের আওতায় বিভিন্ন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। জানান, ন্যাশনাল গেমস, ন্যাশনাল প্যারালিম্পিক্স ও এশিয়ান গেমস–এ কৃতি ৩২২ জন ক্রীড়াবিদকে আজ প্রায় ৬ কোটি, ৪২ লক্ষ, ৫০ হাজার টাকার সম্মাননা প্রদান করা হচ্ছে। অবসরপ্রাপ্ত ১৫৬৭ জন বিশিষ্ট ক্রীড়াবিদ প্রতি মাসে ১০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। ১৫৬৭ এর পাশাপাশি রাজ্যের কৃতি খেলোয়াড় যারা খেলছেন এবং সোনা, রূপা ও ব্রোঞ্জের মতো পদক পেয়েছেন তাঁদের জন্য রাজ্যে চাকরির ব্যবস্থাও করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এঁদের ‘বায়োডেটা’ জমা নিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে একটি বিশেষ ডেস্ক গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজে ৭২ জনকে সম্মাননা প্রদান করেন। এর পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যের আট পুলিশ আধিকারিককে শৌর্য পদক দেন তিনি।
আগামী ২৮ জানুয়ারি উত্তরবঙ্গ সফর শুরু করবেন তিনি। ওইদিন যাবেন হাসিমারায়। এই সফরের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চলাকালীন ‘ইন্ডোর’ সভা করবে তৃণমূল। ওইসময় প্রকাশ্য স্থানে কোনও মাইক বাজিয়ে সভা নয়। মাইকের বদলে সভাস্থলে লাগানো হবে বক্স। ক্রীড়ামন্ত্রী ছাড়াও ছিলেন বিশিষ্ট খেলোয়াড় ও অন্যান্যরা।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪