
মঙ্গলবার ০৬ মে ২০২৫
কলকাতা থেকে এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেসে ছোঁড়া হলো পাথর। ক্ষতিগ্রস্ত সি নাইন কোচের একটি জানালা। আতঙ্কিত রেল যাত্রীরা। খানা স্টেশন পেরোতেই হামলা চালানো হয় বলে অভিযোগ। মালদা টাউন স্টেশনে বিষয়টি খতিয়ে দেখেন রেল পুলিশের আধিকারিকরা । যাত্রীদের কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে।