
সোমবার ০৫ মে ২০২৫
দেবব্রত ঠাকুর, অযোধ্যা: অযোধ্যা নগরীর শনিবারের ঘোষিত অবরোধ রবিবার অনেকটাই শিথিল করা হয়েছে। প্রথমত, পূর্বঘোষণা মতো রবিবার প্রধানমন্ত্রী অযোধ্যায় আসেননি। সোমবার, ২২ জানুয়ারি সকালেই তিনি এখানে আসবেন। অন্য দিকে, গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানু্ষ ও সাধুসন্ন্যাসীদের ঢল নেমেছে অযোধ্যায়। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অযোধ্যায় ঢুকেছেন আরও হাজার হাজার মানুষ। প্রশাসনিক এক সূত্রের মতে, অযোধ্যায় এই মুহূর্তে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। রবিবার তাঁদের অবরুদ্ধ করতে গেলে ফল বিপরীত হতে পারত। তা ছাড়া, রবিবার অযোধ্যায় কোনও ভিভিআইপি–র আনাগোনাও হয়নি। সুতরাং ঘেরাটোপ শিথিল করতে গিয়ে প্রশাসনের কোনও অসুবিধেই হয়নি। এদিন সকাল থেকেই কাতারে–কাতারে মানুষ দখল নিয়েছিল অযোধ্যার দুই মূল সড়ক রামপথ ও ধর্মপথের। হনুমানগড়ি থেকে নির্মীয়মাণ মন্দির–চ্ত্বরের প্রধান দ্বার ও তার চারপাশে ছিল জমাট–বাঁধা ভিড়। সেই ভিড়ে শুধুই যে হিন্দি বলয়ের মানুষ ছিলেন তা নয়। বিজেপির দুর্বল জায়গা দক্ষিণ ভারতের বহু মানুষও শামিল ছিলেন এই ভিড়ে। পাঞ্জাবের লুধিয়ানার এক দম্পতি প্রতাপগড়ে নেমে বাসে এসেছেন সুলতানপুর। তার পর বাস বদলে, খানিকটা পায়ে হেঁটে ঢুকেছেন অযোধ্যায়। এই জমায়েত জানে, সোমবার ভিভিআইপি–রা আসছেন। আজ বেরোনো অসম্ভব। তাই এদিন পায়ে হেঁটে এ–প্রান্ত থেকে ও–প্রান্ত চষে বেড়িয়েছেন তাঁরা।
আজ কোনও সাধারণ গাড়ি, বাইক মূল রাস্তায় ঢুকতে পারবে না। ঢুকতে পারবেন না মানুষও। রামপথের দু’পাশের গলির মুখে গার্ডরেল বসে গিয়েছে। রয়েছে অতন্দ্র পাহারা। আজ সকাল দশটায় প্রধানমন্ত্রী মোদি, মুখ্যমন্ত্রী যোগী এবং হাজার কয়েক বিশিষ্ট আমন্ত্রিত আসবেন এই শহরে। সূত্রের দাবি, আজ নাকি ৬০টি প্রাইভেট জেট নামবে মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে। প্রশ্ন, নবনির্মিত এই বিমানবন্দরে কি এতগুলো বিমান দাঁড়াতে পারবে?
এদিকে মুখ্যমন্ত্রী যোগী তাঁর মন্ত্রিসভার সদস্যদের সোমবার অযোধ্যামুখী না হওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছেন। ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের বাজেট। তার আগে ১ ফেব্রুয়ারি যোগী মন্ত্রিসভার সকলকে নিয়ে অযোধ্যায় এসে তাঁদের রামলালা–দর্শন করাবেন। অযোধ্যাতেই বসবে মন্ত্রিসভার প্রাক্–বাজেট বৈঠক।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের